
রিমন পালিতঃ বান্দরবান প্রতিনিধিঃ বান্দরবানে থানচি উপজেলায় বলিপাড়াতে মোটর সাইকেল দুর্ঘটনায় নিহত হয়েছে ১যুবক। মঙ্গলবার রাত অনুমানিক ১১.৪০মিনিটে BNkS অফিস সংলগ্নে এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তি হচ্ছে ঙাইক্ষ্যং পাড়া নিবাসী উহ্লাচিং মারমা ছেলে মংশৈসাই মারমা(১৮)। জানা গেছে এবারে সে বলিবাজার উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, দ্রুতগতিতে বেগে এসে সেই হঠাৎ করে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে একটি সেগুন গাছের সাথে ধাঁকা লেগে পড়ে যায়। এরপরে মাথায় প্রচন্ড রক্তপাত হয়ে ঘটনাস্থলে সেই নিহত হয়েছে।
এবিষয়ে থানচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) আমিনুল হক ঘটনা সত্যতা নিশ্চিত করেছেন।।
