
আমজাদ হোসেন,নবীনগর(ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধিঃ ব্রাহ্মণবাড়িয়া নবীনগর উপজেলার রতনপুর ইউনিয়ের ভিটি বিশাড়া ০১ নং ওয়ার্ড শনিবার বিকেলে (২৫ অক্টোবর)ভিটি বিশাড়া নয়া পাড়া নতুন বাজার আ’লীগের নতুন শাখা অফিস উদ্বোধন করা হয়।
ভিটিবিশাড়া আওয়ামীলীগের সভাপতি জনাব কামরুল হুদা সভাপতিত্বে উক্ত আলোচনা সভা ও অফিস উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্হিত থেকে বক্তব্য রাখেন কেন্দ্রীয় যুবলীগের সাবেক সহ সম্পাদক আলামিনুল হক আলামিন ও বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইটালি সিসিলি আওয়ামীলীগের সভাপতি কাজী জাহিদ হোসেন মিহির ও ভিটিবিশাড়া আওয়ামীলীগের সেক্রেটারী খোরশেদ আলম ও সহ সভাপতি গোলাম মাওলা সরকার শিক্ষা সম্পাদক আঃ কাদির সরকার
রতনপুর ইউনিয়ন আওয়ামী যুবলীগের সভাপতি কাজী ফকরুল ইসলাম মেম্বার, দেওয়ান ময়নাল, দামলা গুলপুকুরিয়া আওয়ামীলীগের সেক্রেটারী বাবু ভজন চন্দ্র কর ও রতনপুর ইউনিয়ন ছাত্রলীগের সেক্রেটারী মামুন আহমেদ সরকার, হাবিবুল্লা খান, সোহাগ আহমেদ হৃদয়, জুয়েল ও রুহান চিশতী প্রমুখ।
