
নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি : বাংলাদেশ আওয়ামীলীগের ৭২ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বুধবার দুপুরে নবীনগর উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ে আলোচনাসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা আওয়ামীলীগের সহ- সভাপতি অ্যাডভোকেট সুজিত কুমার দেব-এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামীলীগের সাংস্কৃতিক সম্পাদক পৌর মেয়র শিব শংকর দাস, বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ মনিরুজ্জামান মনির।
পৌর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, আওয়ামীলীগনেতা কাজী ইয়াবির হাসান জামিল, ভিপি আব্দুর রহমান, নজরুল ইসলাম নজু, বিপুল সাহা, নাছির উদ্দীন, কাজল, জিএস খায়রুল আমীন, নূরুন্নাহার বেগম, যুবলীগ নেতা সামস আলমসহ আরো অনেকে।
