
নবীনগর(ব্রাহ্মণবাড়িয়া)প্রতিনিধিঃ ব্রাহ্মণবাড়িয়া নবীনগর উপজেলায় শ্রী শ্রী ঠাকুর অনুকুল চন্দ্র সৎ সংঘের কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। নবগঠিত কমিটির নেতৃবৃন্দ আজ মঙ্গলবার(২৬জানুয়ারী)প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। নবগঠিত কমিটির সভাপতি শ্রী নেপাল চন্দ্র দাস,সাধারণ সস্মাদক শ্রী সুদীপ দেব বাবুল ও শ্রী টিটু ঘোষকে সাংগঠনিক সম্পাদক করে ৬২ সদস্য বিশিষ্ট উপজেলা কমিটি গত সোমবার ঘোষনা করা হয়। মানিক বিশ্বাসের সভাপতিত্বে লোকনাথ আশ্রম প্রাঙ্গনে এক সাধারণ সভায় এ কার্যনির্বাহী কমিটি গঠিত হয়। কমিটি নেতৃবৃন্দ ধর্মীয় দৃষ্টিকোন থেকে সকল শ্রেনী পেশার মানুষের জীবন মান ও সামাজিক উন্নয়নে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
