নরসিংদীতে পুলিশ কনস্টেবলের স্ত্রীর রহস্যজনক আত্মহত্যা

0
186
728×90 Banner

প্রতিনিধি থেকে হলধর দাস: পারিবারিক কলহকে কেন্দ্র করে হোসনা বেগম (৩০) নামে এক সন্তানের জননী নরসিংদী সদর থানার পুলিশ কনস্টেবলের স্ত্রী গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে। ১৭ মে শুক্রবার দিবাগত গভীর রাতে নরসিংদী শহরের উত্তর সাটিরপাড়া এলাকার ৭০/২ সুমি ভিলায় এই ঘটনা ঘটে। জানা গেছে, ঘটনার দিন রাত আনুমানিক ৮ টার দিকে পুলিশ কনস্টেবল মোক্তার হোসেন এর সাথে তার স্ত্রী হোসনা বেগমের পারিবারিক বিষয় নিয়ে ঝগড়া হয়। ১৮ মে শনিবার সকাল আনুমানিক ৭ টার সময় বসত ঘরে তার লাশ পাওয়া যায়।
পুলিশ সূত্রে জানা যায়, হোসনা বেগম আত্মহত্যা করেছে। নাম প্রকাশে অনিচ্ছুক প্রতিবেশী লোকজন জানায়, দীর্ঘদিন যাবত পুলিশ কনস্টেবল তার স্ত্রীকে কারণে অকারণে শারীরিক ও মানসিক নির্যাতন করতো। নিহতের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন দেখা যায়। ধারণা করা হচ্ছে তাকে হত্যা করে আত্মহত্যা প্রচারিত করা হচ্ছে।লাশ ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে থানায় অপমৃত্যু মামলা ঋজু হয়েছে।
এ ব্যাপারে মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ছৈয়দুজ্জামান এর সাথে ১৮ মে শনিবার রাত সোয়া ৮টায় যোগাযোগ করলে (মোবাইল ফোনে) যোগাযোগ করলে তিনি জানান,লাশের ময়না তদন্ত সম্পন্ন হয়েছে। নিহতের পিতার পরিবারের পক্ষ থেকে কেউ কোন অভিযোগ দায়ের করেননি।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here