নিয়ামতপুরে নারী ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে সমন্বয় সভা

0
291
728×90 Banner

অসীম কুমার দাস (নওগাঁ প্র‌তি‌নি‌ধি) :নওগাঁর নিয়ামতপুরে ব্র্যাকের উদ্যোগে নারী ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে পুরুষ ও যুবকদের সম্পৃক্তকরণ প্রকল্পের সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। গত মঙ্গলবার বেলা ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এ সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।
ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন কর্মসূচীর জেলা প্রতিনিধি স্বপন কুমার মিস্ত্রির সভাপতিত্বে সমন্বয় সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার জয়া মারীয়া পেরেরা। বিস্তারিত আলোচনা করেন ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন কর্মসূচীর আঞ্চলিক ব্যবস্থাপক (রাজশাহী) জিল্লুর রহমান।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অফিসার ইন চার্জ শামসুল আলম শাহ, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নাদিরা বেগম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নিলুফার ইয়াসমিন, ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন কর্মসূচীর সিনিয়র অফিসার ইলিয়াস সরদার।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা অফিসার আরিফুজ্জামান, বাহাদুরপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব আবুল কালাম আজাদ, নিয়ামতপুর সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব বজলুর রহমান নঈম, উপজেলা আনসার ও ভিডিপি অফিসার জাহাঙ্গীর আলম, উপজেলা প্রেস ক্লাবের সভাপতি তোফাজ্জল হোসেন, নিয়ামতপুর কার্যালয়ের মাঠ সংগঠক আহসান হাবীব, মান্দা অফিসের মাঠ সংগঠক শেফালী।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here