

অলিদুর রহমান অলি: গাজীপুর সিটি কর্পোরেশন (গাসিক) নির্বাচনে মেয়র পদে বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ কমিটির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক গাজীপুর সিটির ৩৫ নং ওয়ার্ড থেকে বারবার নির্বাচিত সফল কাউন্সিলর, মেয়র প্রার্থী জনপ্রিয় নেতা আব্দুল্লাহ আল মামুন মন্ডল গতকাল রোববার বাংলাদেশ আওয়ামী লীগের দলীয় কার্যালয় থেকে দলীয় মনোনয়নপত্র সংগ্রহ জমাদান করেন। এসময় তার সমর্থনে গাজীপুর থেকে আওয়ামী লীগ ও সহযোগী অঙ্গ সংগঠনের শতশত নেতাকর্মী উপস্থিত ছিলেন। মনোনয়ন জমা শেষে মামুন মন্ডল সাংবাদিকদের বলেন মাননীয় প্রধানমন্ত্রী আমাকে নৌকা উপহার দিবেন আমি শতভাগ আশাবাদী।
