পরিবহন সেক্টরের দুই জন শ্রমিক নেতার মৃত্যুতে শোকসভা অনুষ্ঠিত

0
122
728×90 Banner

ডেইলি গাজীপুর ( সংবাদ বিজ্ঞপ্তি ) :পরিবহন সেক্টরের দুই জন প্রবীন শ্রমিক নেতা আজিজুল হক মুক্ত ও আলহাজ্ব আমানউল্লাহর মৃত্যুতে এক শোকসভা অনুষ্ঠিত হয়।
গতকাল ১৭ জুলাই ২০২০ বিকাল ৫ ঘটিকায় তোপখানারোডস্থ ফেডারেশনের কেন্দ্রীয় কার্যালয় বাংলাদেশ অটোরিক্সা হালকাযান শ্রমিক ফেডারেশন এর উদ্যোগে সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত শোক সভায় সভাপতিত্ব করেন ফেডারেশনের সভাপতি কমরেড আবুল হোসাইন। সভায় বক্তব্য রাখেন ফেডারেশনের সাধারণ সম্পাদক জনাব গোলাম ফরুক, প্রচার সম্পাদক আমিরুল ইসলাম ডালিম, মামুন-অর-রশিদ পিন্টু, শাহ আলম, কেন্দ্রীয় সদস্য মোঃ রেজাউল। মোনাজাদ পরিচালনা করেন সমাজকল্যাণ সম্পাদক মাওলানা মেরাজ খান।
শোক সভায় শ্রমিক নেতৃবৃন্দ বলেন, প্রয়াত শ্রমিক নেতা আজিজুলহ মুক্ত ও হাজী আমানউল্লাহ যে ত্যঅগ ও আদর্শ দিয়ে শ্রমিক আন্দোলনে ভূমিকা রেখেছেন তা স্মরণীয় হয়ে থাকবে। পরিবহন হচ্ছে জাতীয় অর্থনীতি রক্ত সঞ্চালিত করে। সেই রকম একটি গুরুত্বপূর্ণ সেক্টরে শ্রমিক আন্দোলন করেও তারা যে সততা ও নিষ্ঠার পরিচয় দিয়েছেন তা অনুসরণযোগ্য। তারা খেয়ে না খেয়ে পরিবহন শ্রমিকদের সেবাদান করেছেন। এদের জীবন সংগ্রাম থেকে শিক্ষা গ্রহণ করে আগামী দিনের পরিবহন শ্রমিক আন্দোলন গড়ে তুলতে হবে। সভার শুরুতে তাদের স্মৃতির প্রতি সম্মান জানিয়ে দাড়িয়ে এক মিনিট নিরবতা পালন করা এবং দোয়া করা হয়।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here