পরিবেশবাদী সংগঠন সবুজ আন্দোলন কুমিল্লা মহানগর কমিটি গঠিত

0
180
728×90 Banner

ডেইলি গাজীপুর ( সংবাদ বিজ্ঞপ্তি): আজ ১৩ জানুয়ারি ২০২০ সোমবার সকালে কুমিল্লা শহরের চকবাজারে পরিবেশবাদী সংগঠন সবুজ আন্দোলন ছাত্রফ্রন্টের উদ্যোগে “জলবায়ু সংকট মোকাবেলায় আমাদের করণীয়” শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সবুজ আন্দোলন পরিচালনা পরিষদের পরিচালক মোঃ মোবারক হোসেন। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যুগ্ম সাংগঠনিক সম্পাদক মোঃ নাফিজুল আলম, রাজনীতিবীদ রাশেদুল হাশেম ভূইঁয়াসহ সবুজ আন্দোলন কুমিল্লা জেলা, মহানগর ও ছাত্রফ্রন্টের নেতৃবৃন্দ। সভাপতিত্ব করেন সবুজ আন্দোলন ছাত্রফ্রন্টের কেন্দ্রীয় যুগ্ম আহবায়ক মোঃ মহিউদ্দিন বিন নুরু।
আলোচনা সভা শেষে মোঃ তারেক হোসেনকে আহবায়ক ও ইমতেয়াজ হোসেন পুলককে সদস্য সচিব করে ৩১ সদস্য বিশিষ্ট সবুজ আন্দোলন কুমিল্লাহ মহানগর আহবায়ক কমিটি ঘোষনা করা হয়।
সভায় নেতৃবৃন্দ বলেন, কার্বন নিঃসরনের জন্য দায়ী না হয়েও বাংলাদেশ পৃথিবীর অন্যতম ক্ষতিগ্রস্ত রাষ্ট্র। জলবায়ু সংকট মোকাবেলা ও দায়ী উন্নত রাষ্ট্রগুলোর কাছ থেকে ক্ষতিপূরণ আদায়ে সারাদেশের মানুষকে সচেতন করতে হবে। সবুজ আন্দোলনকে সারাদেশে ছড়িয়ে দিয়ে ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমেই তা সম্ভব।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here