

স্বপন, তানোর(রাজশাহী) প্রতিনিধি: রাজশাহী জেলার পুলিশ সুপার এর দিক নির্দেশনায়- ২৯/১০/২০২২ইং তারিখে ডিএমপি ঢাকায় তুরাগ থানা এলাকা হইতে বিশেষ অভিযান পরিচালনা করে দীর্ঘ দিনের মুলতবী থাকা সাজা CR-W/A পরোয়ানা ০২(দুই)টি এবং CR- W/A পরোয়ানা ০৩ (তিন)টি মোট ০৫(পাঁচ)টি পরোয়ানা মূলে ০১ (এক) জন আসামীঃ মোঃ আঃ লতিব সোনার, পিতা-মোঃ দুলাল সোনার ,সাং-রায়তান আকচা,থানা-তানোর, জেলা-রাজশাহী এবং পৃথক আরো একটি অভিযান পরিচালনা করে ঢাকা জেলার আশুলিয়া থানা এলাকার চারাবাগ নামক স্থান হতে CR- W/A পরোয়ানা মূলে ০১ (এক) জন আসামী মোঃ রইস উদ্দিন(২৮), পিতা-মোঃ আব্দুর রশিদ(মধু) , সাং- হরিপুর ,থানা-তানোর, জেলা:রাজশাহী সহ মোট ০২(দুই) জন আসামীকে সাজা পরোয়ানা সহ মোট ০৬ (ছয়)টি পরোয়ানা মূলে গ্রেফতার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ কামরুজ্জামান মিয়া।পরে গ্রেফতারকৃত আসামীদ্বয়কে ৩০/১০/২০২২ইং তারিখে বিজ্ঞ আদালতে সোপর্দ্দ করা হয়।
