পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান নিখিল কুমার চাকমাকে সচিব পদমর্যাদায় নিয়োগ

0
237
728×90 Banner

নির্মল বড়ূয়া মিলন, রাঙামাটি প্রতিনিধি : পার্বত্য চট্টগ্রামের প্রাণ কেন্দ্র বা পুরাতন জেলা বলতে রাঙামাটি পার্বত্য জেলা। পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের প্রধান কার্যালয় হচ্ছে রাঙামাটির পুরাতন কোর্ট বিল্ডিং যার বর্তমান নাম করণ করা হয়েছে উন্নয়ন বোর্ড এলাকা।
১৯৭৬ পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের যাত্রা শুরু এ পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের প্রধান কার্যালয় হচ্ছে রাঙামাটিতে কিন্তু সরকারের উন্নয়ন সংস্থার পরিচালনার দায়িত্বে সিংহ ভাগই ছিলেন সেনাবাহিনী ও আমলারা। ১৯৯৭ সালের ২রা ডিসেম্বর পার্বত্য চুক্তির পর পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যানের দায়িত্বে চলে আসেন বান্দরবান ও খাগড়াছড়ির জনপ্রতিনিধিরা।
২০১৩ সালের পর থেকে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের দায়িত্ব চলে যায় আবারও আমলাদের হাতে রাঙামাটি পার্বত্য জেলার রাজনৈতিক নেতৃবৃন্দরা কেবলমাত্র সহযোগীতা দেয়া আর নেয়া ছাড়া আর কোন দায়িত্ব পালনের সুযোগ ছিলনা।
দীর্ঘ ৪৫ বছর পর গতকাল ৬ জুলাই-২৯২১ তারিখ পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড পরিচালনার দায়িত্ব পান রাঙামাটি পার্বত্য জেলার একজন রাজনৈতিক ব্যক্তি।
সরকারের জনপ্রশাসন মন্ত্রণালয় চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা স্বারক নং-০৫.০০.০০০০.১৪৬.০০.০০৭.১৭.৩০০, তারিখ- ৬ জুলাই-২০২১ ইংরেজি।
উপসচিব অলিউর রহমান স্বাক্ষরিত রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপণের মাধ্যেমে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড আইন, ২০১৪ এর ধারা-৬ (২) অনুযায়ী নিখিল কুমার চাকমাকে অন্যান্য প্রতিষ্ঠান ও সংগঠনের সাথে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে সরকারের সচিব পদমর্যাদায় ও আর্থিক সুবিধাসহ যোগদানের তারিখ থেকে পরবর্তী ২ (দুই) বছর মেয়াদে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড এর চেয়ারম্যান পদে নিয়োগ দেয়া হয়েছে।
পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান হিসাবে নিখিল কুমার চাকমাকে সচিব পদমর্যাদায় নিয়োগ দেয়ার পর রাঙামাটি পার্বত্য জেলার দলমত নির্বিশেষে স্থানীয়দের দীর্ঘ দিনের ক্ষোভের বরফ গলতে শুরু করেছে।
পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান হিসাবে নিখিল কুমার চাকমাকে সচিব পদমর্যাদায় নিয়োগ প্রদান করায় দেশনেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সরকারের নীতিনির্ধারকদের এবং বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দকে অভিনন্দন ও কতৃজ্ঞাতা জানিয়ে রাঙামাটি শহরের মুল সড়কে তোড়ন নির্মান করে, রাস্তা-রাস্তায় এবং পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চত্বর ব্যানার-ফেষ্টুনে ভরে তুলেছেন। বৈশি^ক মহামারী করোনভাইরাসজনিত (কোভিড-১৯) কালিন কঠোর লকডাউনের মধ্যেও দলমত নির্বিশেষে রাঙামাটি পার্বত্য জেলাবাসির চোখে-মুখে আনন্দের উচ্ছাস বিরাজ করছে।
পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড গঠনের পর ১৯৮৩ সালের অর্ডিন্যান্স মোতাবেক পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডর চেয়ারম্যানের দায়িত্বে যাঁরা ছিলেন তারা হচ্ছেন, চট্টগ্রাম বিভাগীয় কমিশনার, আাবদুল আওয়াল, মেয়াদকাল ০১ জানুয়ারী ১৯৭৬ -১৬ জানুয়ারী ১৯৭৮ ইংরেজি পর্যন্ত।
চট্টগ্রাম বিভাগীয় কমিশনার, সাইফউদ্দিন আহমেদ, মেয়াদকাল ১৭ জানুয়ারী ১৯৭৮- ২২ জানুয়ারী ১৯৮২ ইংরেজি পর্যন্ত।
চট্টগ্রাম বিভাগীয় কমিশনার, হাসনাত আব্দুল হাই, মেয়াদকাল ২৩ জানুয়ারী ১৯৮২-০২ ডিসেম্বর ১৯৮৩ ইংরেজি পর্যন্ত।
চট্টগ্রাম ২৪ পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল আবদুল মন্নাফ পিএসসি, মেয়াদকাল ০৩ ডিসেম্বর ১৯৮৩-১৪ মে ১৯৮৪ ইংরেজি পর্যন্ত।
চট্টগ্রাম ২৪ পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল মো. নুরুদ্দিন খান পিএসসি, মেয়াদকাল ১৫ মে ১৯৮৪-২৯ জুন ১৯৮৬ ইংরেজি পর্যন্ত।
চট্টগ্রাম ২৪ পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল আবদুস সামাদ পিএসসি, মেয়াদকাল ৩০ জুন ১৯৮৬- ২৮ জুলাই ১৯৮৭ ইংরেজি পর্যন্ত।
চট্টগ্রাম ২৪ পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল আবদুস সালাম পিএসসি, মেয়াদকাল ০১ মার্চ ১৯৮৭- ১৭ সেপ্টেম্বর ১৯৯০ ইংরেজি পর্যন্ত।
চট্টগ্রাম ২৪ পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল মাহমুদুল হাসান পিএসসি, মেয়াদকাল ১৮ সেপ্টেম্বর ১৯৯০-০৫ জুন ১৯৯২ ইংরেজি পর্যন্ত।
চট্টগ্রাম ২৪ পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল মোহাম্মদ আজিজুর রহমান বি-ইউ, এনডিসি, পিএসসি, মেয়াদকাল ০৬ জুন ১৯৯২- ২৫ আগষ্ট ১৯৯৬ ইংরেজি পর্যন্ত।
চট্টগ্রাম ২৪ পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল মোহাম্মদ আব্দুল মতিন বীর প্রতীক, পিএসসি, মেয়াদকাল ২৬ আগষ্ট ১৯৯৬-০৫ ফেব্রæয়ারী ১৯৯৮ ইংরেজি পর্যন্ত।
চট্টগ্রাম ২৪ পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল আবু কায়সার ফজলুল কবির, মেয়াদকাল ০৬ ফেব্রæয়ারী ১৯৯৮-২০ সেপ্টেম্বর ১৯৯৮ ইংরেজি পর্যন্ত।
বান্দরবান পার্বত্য জেলার সংসদ সদস্য বীর বাহাদুর উশৈসিং এমপি, মেয়াদকাল ০৭ অক্টোবর ১৯৯৮-২২ আগষ্ট২০০১ ইংরেজি পর্যন্ত।
অতিরিক্ত সচিব তারাচরণ চাকমা (ভারপ্রাপ্ত চেয়ারম্যান), মেয়াদকাল ২৩ আগষ্ট ২০০১-১২ ফেব্রæয়ারী ২০০২ ইংরেজি পর্যন্ত।
খাগড়াছড়ি পার্বত্য জেলার সংসদ সদস্য ওয়াদুদ ভুঁইয়া এমপি, মেয়াদকাল ১৩ ফেব্রæয়ারী ২০০২-২২ নভেম্বর ২০০৬ ইংরেজি পর্যন্ত।
মো. ফিরোজ কিবরিয়া (ভারপ্রাপ্ত চেয়ারম্যান), মেয়াদকাল ২৩ নভেম্বর ২০০৬-১২ এপ্রিল ২০০৭ ইংরেজি পর্যন্ত।
মেজর জেনারেল আব্দল মুবীন এনডিসি, পিএসসি, মেয়াদকাল ২২ অক্টোবর ২০০৭-০৪ জুন ২০০৮ ইংরেজি পর্যন্ত।
মেজর জেনারেল মোহাম্মদ শামিম চৌধুরী, এনডবিøউসি, পিএসসি, মেয়াদকাল ১০ জুন ২০০৮-২৯ মার্চ ২০০৯ ইংরেজি পর্যন্ত।
বান্দরবান পার্বত্য জেলার সংসদ সদস্য বীর বাহাদুর উশৈসিং এমপি (প্রতিমন্ত্রী), মেয়াদকাল ২৯ মার্চ ২০০৯-০১ ডিসেম্বর ২০১৩ ইংরেজি পর্যন্ত।
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণাললের সচিব, নব বিক্রম কিশোর ত্রিপুরা, এনডিসি, মেয়াদকাল ১৯ ডিসেম্বর ২০১৩-২৮ ফেব্রæয়ারী ২০১৮ ইংরেজি পর্যন্ত।
অবসর প্রাপ্ত সচিব নব বিক্রম কিশোর ত্রিপুরা, এনডিসি, মেয়াদকাল ১৯ মার্চ ২০১৮ থেকে ১৯ মার্চ ২০২১ ইংরেজি পর্যন্ত।
অতিরিক্ত সচিব মো. নুরুল আলম নিজামীর (ভারপ্রাপ্ত চেয়ারম্যান), মেয়াদকাল ২০ মার্চ ২০২১-১৩ এপ্রিল ২০২১ ইংরেজি পর্যন্ত।
যুগ্ম সচিব আশীষ কুমার বড়ুয়া (ভারপ্রাপ্ত চেয়ারম্যান), মেয়াদকাল ১৪ এপ্রিল ২০২১- অদ্যবধি।
গতকাল ৭ জুলাই বুধবার নিখিল কুমার চাকমা পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপির নিকট যোগদানপত্র জমা দিয়েছেন। এ তথ্যটি পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আশীষ কুমার বড়ুয়া (যুগ্ম সচিব ) নিশ্চিত করেছেন।
নিখিল কুমার চাকমা (সচিব পদমর্যাদা), চেয়ারম্যান পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড (সাবেক সচিব) নব বিক্রম কিশোর ত্রিপুরা, এনডিসি, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান এর স্থলাভিসিক্ত হলেন।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here