পাহাড়ে র‌্যাবের অভিযান, অস্ত্রসহ চার রোহিঙ্গা আটক

0
157
728×90 Banner

ডেইলি গাজীপুর প্রতিবেদক : মিয়ানমার সীমান্ত সংলগ্ন কক্সবাজার এবং বান্দরবানের মাঝামাঝি এলাকা তমব্রুর এক গহিন অরণ্য থেকে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১৫) সদস্যরা বিশেষ অভিযান চালিয়ে চার সন্দেহভাজন সন্ত্রাসীসহ ছয়টি অস্ত্র এবং বেশ কিছু গোলাবারুদ উদ্ধার করেছে। গোপন সূত্রের ভিত্তিতে গতকাল ভোররাতে এই অভিযান চালানো হয়।
র‌্যাব সূত্র জানায়, অভিযান চলাকালে র‌্যাব সদস্যরা চারজন সন্দেহভাজনকে আটক করে। জিজ্ঞাসাবাদে তাদের কাছ থেকে পাওয়া তথ্য অনুযায়ী জ্বালানি কাঠের একটি স্তূপ থেকে দুটি বিদেশি পিস্তল, ছয়টি দেশি বন্দুক এবং গোলাবারুদ উদ্ধার করা হয়। আটককৃতরা হচ্ছে- মোহাম্মদ নূর (৩২), নাজিমুল্লাহ (৩৪), মো. আমানউল্লাহ (২৩) এবং খাইরুল আমিন (১৯)। তারা সবাই কক্সবাজার জেলার উখিয়া কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা।
র‌্যাব-১৫ কক্সবাজারের উপ-অধিনায়ক তানভীর হাসান জানান, গ্রেফতারকৃত চারজনের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা করা হচ্ছে। তিনি জানান, কী উদ্দেশ্যে গভীর অরণ্যে অস্ত্রের মজুদ গড়ে তোলা হয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here