পুলিশ হাসপাতালগুলো আধুনিকায়ন করা হবে : আইজিপি

0
198
728×90 Banner

এস,এম,মনির হোসেন জীবন : পুলিশের ইন্সপেক্টর জেনারেল (আইজিপি) ড. বেনজীর আহমেদ বলেছেন, পুলিশ সদস্যদের উন্নত চিকিৎসা নিশ্চিত করার লক্ষ্যে দেশের সকল বিভাগ ও জেলার পুলিশ হাসপাতালগুলো আধুনিকায়ন করা হবে। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে পুলিশের মেডিকেল সার্ভিসেস গঠন এবং বর্তমান চিকিৎসা ব্যবস্থার উন্নয়ন ও আধুনিকায়নের জন্য কাজ করা হচ্ছে।
পুলিশ হেডকোয়ার্টার্সে অনুষ্ঠিত দুই দিনব্যাপী কর্মশালার শেষ দিনে আজ মঙ্গলবার সমাপনি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় আইজিপি এসব কথা বলেন। আইজিপি প্রথম দিনেও প্রধান অতিথি হিসেবে কর্মশালায় বক্তব্য রাখেন ।
আইজিপি বেনজীর আহমেদ বলেন, রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালকে অন্যতম সেরা হাসপাতাল হিসেবে গড়ে তোলা হবে। যাতে পুলিশ সদস্যরা এখান থেকে সব ধরনের রোগের উন্নতমানের চিকিৎসা সেবা পেতে পারেন।
তিনি বলেন, দেশের সকল বিভাগ ও জেলার পুলিশ হাসপাতালের আধুনিকায়নের পাশাপাশি অন্যান্য বিভাগের ন্যায় রাজধানী ঢাকায় একটি বিভাগীয় আধুনিক পুলিশ হাসপাতাল প্রতিষ্ঠা করা হবে।
আইজিপি বলেন, অত্যন্ত ঝুঁঁকি নিয়ে এবং মানসিক চাপের মধ্যে দায়িত্ব পালন করায় পুলিশের অনেক সদস্য নানা দুর্ঘটনার শিকার হন এবং নানা ধরনের অসুস্থতায় ভোগেন। এতে করে একদিকে অসুস্থ সদস্যদের নিজেদের কষ্টের পরিমান যেমন বেড়ে যায়, অপরদিকে তাদের জন্য জনগণকে মানসম্মত সেবা প্রদান কঠিন হয়ে পড়ে। তাই, পুলিশ সদস্যদের শারিরীক ও মানসিক সুস্থতা ও সুরক্ষা নিশ্চিত করে জনগণকে মানসম্মত পুলিশি সেবা প্রদানের ধারাবাহিকতা অটুট রাখতে পুলিশ সদস্যদের জন্য মানসম্মত একটি চিকিৎসা ব্যবস্থা অত্যন্ত গুরুত্বপূর্ণ ।
আইজিপি বলেন, পুলিশের চিকিৎসা ব্যবস্থার উন্নয়ন ঘটাতে হলে বর্তমানে যারা পুলিশের চিকিৎসা ব্যবস্থার সাথে সম্পৃক্ত, তাদের মতামত গ্রহণ করা প্রয়োাজন। সকলের মতামতের ভিত্তিতে ঐক্যবদ্ধভাবে পুলিশের চিকিৎসা ব্যবস্থার আধুনিকায়ন ও উন্নয়ন করা হবে বলেও জানান তিনি।
পুলিশের বর্তমান চিকিৎসা ব্যবস্থায় কোন কোন ক্ষেত্রে আধুনিকায়ন প্রয়োজন, শয্যা সংখ্যা, ইকুইপমেন্ট, অপারেশন থিয়েটারসহ অন্যান্য ক্ষেত্রে কি ধরনের পরিবর্তন এবং উন্নয়ন দরকার তা জানার লক্ষ্যে পুলিশ হাসপাতালের চিকিৎসক, নার্স, ফার্মাসিস্ট, মেডিকেল টেকনোলজিস্ট, প্যাথলজিস্ট, মেডিকেল এটেনডেন্ট ও সমাজসেবা কর্মকর্তাদের অংশগ্রহণে পুলিশ হেডকোয়ার্টার্সে সোমবার ও আজ মঙ্গলবার দুই দিনব্যাপী এ কর্মশালার আয়োজন করা হয়।
পুলিশ প্রধান বলেন, চলমান করোনায় কোভিড-১৯ রোগে আক্রান্ত পুলিশ সদস্যদের চিকিৎসায় চিকিৎসক, নার্স এবং স্বাস্থ্যকর্মীসহ সকলের অভূতপূর্ব সেবা প্রদান ও সম্মিলিত প্রচেষ্টায় করোনা আক্রান্ত পুলিশ সদস্যরা দ্রুত সুস্থ হয়ে উঠছেন, বর্তমানে পুলিশে করোনা আক্রান্ত হওয়ার হারও অনেক কমেছে বলে জানান তিনি।
আইজিপি তাঁর বক্তব্যের শুরুতে করোনায় আক্রান্ত হয়ে পুলিশ সদস্যসহ দেশে এবং দেশের বাইরে যাঁরা মৃত্যুবরণ করেছেন তাদের প্রতি শ্রদ্ধা জানান এবং তাদের বিদেহী আত্মার শান্তি কামনা করেন। করোনা আক্রান্তদের দ্রুত আরোগ্য কামনা করেন তিনি।
কর্মশালায় অতিরিক্ত আইজিগণ এবং পুলিশ হেডকোয়ার্টার্সের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here