

মোঃ দেলোয়ার হোসেন,পূবাইল (গাজীপুর) প্রতিনিধিঃ গাজীপুর মহানগরীর পূবাইলে চাঞ্চল্যকর গার্মেন্টসকর্মী রাজিব আকন (৩২) হত্যা মামলার ০৪ আসামী গ্রেফতার ।
পূবাইল থানার মামলা নং-০২, তারিখ-০৫/১১/২০২৪ খ্রি: উক্ত মামলার তদন্তকারী অফিসার এস আই নাজমুল হক প্রযুক্তি ও সোর্স নিয়োগ করিয়া পূবাইল থানার অন্যান্য অফিসার ফোর্সের সহযোগীতা নিয়া গাজীপুর সহ পার্শ্ববর্তী থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া খুনের মামলার আসামী চাঁন মিয়া (২৭), পিতা-মৃত মোতালেব, মাতা-ফাতেমা বেগম, সাং-হিমালিয়া, থানা-চুনারুঘাট, জেলা-হবিগঞ্জ এ/পি সাং-ঝিনু মার্কেট পাগাড় (শাহ আলম এর বাসার ভাড়াটিয়া),থানা-টঙ্গী পূর্ব, গাজীপুর মহানগর, গাজীপুর, আসামী আমির হামজা (২৩), পিতা-জব্বার হোসেন, মাতা-মোছাঃ সাফিনা বেগম, সাং-সিধুলী চৌরাস্তা, থানা-নালিতাবাড়ী, জেলা-শেরপুর এ/পি সাং-ঝিনু মার্কেট পাগাড় (শাহ আলম এর বাসার ভাড়াটিয়া),থানা-টঙ্গী পূর্ব, গাজীপুর মহানগর, গাজীপুর ও আসামী গোলাম মোস্তফা (২৯), পিতা-আয়েদ আলী ফরাদী, মাতা-মোছাঃ সাহেরা বেগম, সাং-দাওগাঁও, থানা-মুক্তাগাছা, জেলা-ময়মনসিংহ এ/পি সাং-রাজেন্দ্রপুর চৌরাস্তা (রমজান আলীর বাসার ভাড়াটিয়া), থানা-সদর মেট্রো, জেলা-গাজীপুরদেরকে জিএমপি টঙ্গী পূর্ব থানাধীন মরকুন এলাকা উইন্ডি এপারেলস লিঃ গার্মেন্টসের পাশে পাকা রাস্তার উপর হইতে আসামী মোক্তার হোসেন (৩২), পিতা-মৃত সুরুজ মিয়া, মাতা-মুক্তারা বেগম, সাং-চামুড্ডা, থানা-পূবাইল, গাজীপুর মহানগর, গাজীপুরকে জিএমপি পূবাইল থানাধীন মিরের বাজার হতে গ্রেফতার করেন।
পূবাইল থানার অফিসার ইনচার্জ আমিরুল ইসলাম জানান জিজ্ঞাসাবাদে তাহারা ঘটনার সহিত জড়িত ছিলো এবং বাদীর ছেলেকে দেশীয় ধারালো চাকু, ছুরি, দা দ্বারা এলোপাথারী কোপ দিয়া গুরুতর জখম করিয়াছেন মর্মে স্বীকার করে। আসামীদের কে গাজীপুর কোর্টে প্রেরণ করা হয়েছে।
