
মোঃ রাজিব হোসেন,পূবাইল,গাজীপুর : গাজীপুর মহানগরের পূবাইল থানাধীন ৪২নং ওয়ার্ডের হারবাইদ নয়াপাড়া এলাকায় যুবকের নিজ ঘরে ঝুলন্ত অবস্থায় ঐশ প্রিস (১৬) নামে যুবকের লাশ উদ্ধার করেছে পূবাইল থানা পুলিশ। নিহত ঐশ প্রিস গাজীপুর সিটি কর্পোরেশন এর পুবাইল থানার হারবাইদ এলাকার লিটন প্রিসের ছেলে। পূবাইল থানার এস.আই ওমর আলী বকতিয়ার জানান সোমবার সকালে যুবকের ঝুলন্ত লাশ পরিবারের লোকজন দেখে থানায় খবর দিলে ঘটনস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নতদন্তের জন্য শহীদ তাজ উদ্দিন আহাম্মেদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ব্যাপারে পূবাইল থানার অফিসার ইনচার্জ নাজমুল হক ভূইয়া জানান এ ব্যাপারে একটি অপমৃত মামলা রুজু হয়েছে। ময়নাতদন্ত রিপোর্ট আসার পর বলা যাবে এটি হত্যা নাকি আত্ম হত্যা।
