পোরশায় জাতীয় শোক দিবস উপলক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

0
203
728×90 Banner

সালাউদ্দীন আহম্মেদ, পোরশা (নওগাঁ)প্রতিনিধিঃ নওগাঁর পোরশায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর ৪৫ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার সকাল ১০ঘটিকার সময় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নির্বাহী কর্মকর্তা নাজমুল হামিদ রেজার নেতৃত্বে উপজেলা মুক্তযোদ্ধা কমপ্লেক্স ভবনের সামনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান উপজেলা প্রশাসনের সকল কর্মকর্তাগণ।
একই সময়ে অফিসার ইনচার্জ (ওসি) শফিউল আযম খান এর নেতৃত্বে পোরশা থানা পুলিশের পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। এসময় থানা পুলিশের সকল সদস্যগণ উপস্থিত ছিলেন।
এর পর সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সভাপতি আলহাজ্ব মোঃ আনোয়ারুল ইসলাম এর নেতৃত্বে পোরশা উপজেলা আওয়ামীলীগ ও এর অঙ্গসংগঠনের পক্ষ থেকে জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়।
এসময় সাথে ছিলেন সাবেক মুক্তযোদ্ধা কমান্ডার ইউনুস আলী, উপজেলা আ’লীগের সহ-সভাপতি জনাব ওবায়দুল্লাহ শেখ, সাধারন সম্পাদক অালহাজ্ব মোফাজ্জল হোসেন মোল্লা, ভাইস চেয়ারম্যান মোঃ কাজিবুল ইসলাম, নিতপুর ইউ,পি চেয়ারম্যান অালহাজ্ব শাহ মোঃ অাবুল কালাম চৌধুরী, যুবলীগ এর সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান খোকন, স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক গোলাম হাফিজ প্রমুখ।
পরে নিতপুর ইউনিয়ন আওয়ামীলীগ এর আয়োজনে অালহাজ্ব মোঃ এনামুল হক এর সভাপতিত্বে সংক্ষিপ্ত আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
নিতপুর ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান (হাবিব) এর সহযোগীতা ও সঞ্চালনায় এসময় ১৫ আগষ্টের নির্মমতার কথা তু্লে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন সাবেক উপজেলা চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম।
তিনি বলেন, ১৫ আগস্ট, জাতীয় শোক দিবস। মানব সভ্যতার ইতিহাসে ঘৃণ্য ও নৃশংসতম হত্যাকাণ্ডের কালিমালিপ্ত বেদনাবিধূঁর শোকের দিন।
১৯৭৫ সালের এই দিনে মানবতার শত্রু প্রতিক্রিয়াশীল ঘাতকচক্রের হাতে বাঙালি জাতির মুক্তি আন্দোলনের মহানায়ক, বিশ্বের লাঞ্ছিত-বঞ্চিত-নিপীড়িত মানুষের মহান নেতা, বাংলা ও বাঙালির হাজার বছরের আরাধ্য পুরুষ, বাঙালির নিরন্তন প্রেরণার চিরন্তন উৎস, স্বাধীন বাংলাদেশ রাষ্ট্রের স্থপতি, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্বপরিবারে হত্যা করা হয়।
এসময় ছাত্রলীগ, যুবলীগ,শ্রমিক লীগ, স্বেচ্ছাসেবক লীগ, মহিলা লীগ ও আ’লীগের সকল অঙ্গ সংগঠন বিভিন্ন প্রতিষ্ঠানে শিক্ষক, সাংবাদিক বৃন্দ সহ সর্বস্তরের সাধারণ জনগণ উপস্থিত ছিলেন।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here