প্রতারক তানিয়া পূবাইল থানায় সহযোগী সহ আটক

0
1938
728×90 Banner

মোঃ রাজিব হোসেন, গাজীপুর: গাজীপুর নগরীর ৪২ নম্বর ওয়ার্ডের তালুটিয়া পূর্ব পাড়ায় মনিরুল ইসলামের বাড়িতে প্রতারণা করতে গিয়ে শুক্রবার (২০ ডিসেম্বর) ধরা পড়েন এই প্রতারক তানিয়া (৩০)।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) পূবাইল থানার এসআই সাইফুল ইসলাম শুক্রবার রাত আটটার দিকে প্রতারণার অভিযোগে তানিয়া ও তার দুই সহযোগীকে আটক করেন। অন্য দুই প্রতারকের নাম হালিমা আক্তার দুলালী ও আলমগীর হোসেন। মাদকাসক্ত তানিয়া জানিয়েছে, এ পর্যন্ত ৫০টিরও বেশি প্রতারণা করেছেন তিনি। রূপ-যৌবণকে পুঁজি করে অভিনব কায়দায় ফাঁদে ফেলে বাসা বাড়ি হতে অর্থ ও স্বর্ণালংকার হাতিয়ে নেওয়াই তার কাজ। তানিয়ার ছদ্মনামের অভাব নেই। কখনও লাকী। কখনও সাবিয়া সানি, ডালিয়া, সাদিয়া আক্তার, তানি, নদী, নওশীন, সুমি। এই তরুণী ভয়ংকর এক প্রতারক। নিজেকে কখনও ডাক্তার, কখনও আইনজীবী, কখনও মডেল, কখনও নায়িকা পরিচয় দেন। প্রথম দেখায় যে কারওরই চোখ আটকে যায়। আর এই সুযোগকেই কাজে লাগায় গাজীপুরের মেয়ে তানিয়া। দেখতে, পোশাকে আধুনিকতা, পরনে ব্রান্ডের দামি ঘড়ি, অলংকার, জুতা/স্যান্ডেল, চোখে রোদ চশমা, রঙ্গিন বেশে আর হালের ফ্যাশন সব মিলিয়ে এক মোহনীয় উপস্থাপনা। বেশ কয়েক বছর ধরেই এমন চেহারার আড়ালে রমরমা চলছে চুরি।গাজীপুরের জয়দেবপুর থানার রাজেন্দ্রপুরের গজারিয়া গ্রামের হাসান শিকদারের মেয়ে তানিয়া শিকদার (৩০) ।থাকেন উত্তরায় বাসা ভাড়া নিয়ে। বছরকয়েক আগে তার স্বামীর মৃত্যু হয়। এরপর তানিয়া তার দেবর ওয়ালিদ রহমানকে বিয়ে করেন। তার চলাফেরা দেখলে কেউ ভাবতেও পারবে না সে এত ভয়ংকর চোর। তানিয়ার বিরূদ্ধে রাজধানীর আদাবর, দারুস সালাম, তেজগাঁও, নিউ মার্কেট, দক্ষিণখান, মোহাম্মদপুর, বিমানবন্দর, উত্তরা, মিরপুর, কাফরুল, শাহজাহানপুরসহ বিভিন্ন থানায় ২০টির ও বেশি প্রতারণার মামলা রয়েছে। তানিয়া জানিয়েছে, সে সোশ্যাল মিডিয়াসহ বিভিন্ন সূত্রে বিত্তশালী লোকজনের সঙ্গে সখ্য গড়ে তুলত। বিভিন্ন লোকজনের সঙ্গে কথা বলে তাদের স্বজনদের তথ্য সংগ্রহ করে। সুযোগ বুঝে তাদের কাছের লোক কিংবা স্বজন পরিচয় দিয়ে বাসায় যায়। ডলার ভাঙানোর বা জমা রাখার ফাঁদ ব্যবহার করে কখনও পানি খাওয়ার বাহানা, কখনও অন্য কোনো বাহানায় অর্থকড়ি নিয়ে সটকে পড়েন। চুরি করে নিয়ে যাওয়া স্বর্ণালংকার প্রতারণা চক্রের সদস্যেদের মাধ্যমে বিভিন্ন জুয়েলার্সে বিক্রি করেন।গাজীপুর মহানগরীর ৪২ নম্বর ওয়ার্ডের তালুটিয়া পূর্ব পাড়ায় মনিরুল ইসলামের বাড়ির দুতলার দরজায় শুক্রবার (২০ ডিসেম্বর) বেলা দুইটার দিকে কড়া নাড়ে এই রূপবতী প্রতারক তানিয়া। মনিরুলের স্ত্রী কুহিনুর বেগম দরজা খুলতেই ওই নারী নিজের নাম লাকী জানিয়ে ঘরে ঢুকে। ওই রূপবতী নারী জানায় তিনি কহিনুরের ছোট বোন নাজমার স্বামী মামুনের সঙ্গে দুবাই থাকতেন। ছুটিতে তিনি দেশে এসেছেন। মামুন চকলেট, বোরকা ও চিপসসহ নানান সামগ্রী তার কাছে দিয়েছেন পৌঁছে দিতে। তিনি নাজমাকে বাড়িতে না পেয়ে সেখান থেকে ঠিকানা নিয়ে কহিনুরের বাড়িতে এসেছেন এসব মালামাল পৌঁছে দিতে। প্রতারক তানিয়া কহিনুরকে জানায়, তার কাছে কিছু ডলার আছে। বিশ্বাস করে তিনি এসব কহিনুরের কাছে রাখতে চান। তখন কহিনুরের স্বামী মনিরুল ইসলাম ব্যবসার কাজে বাইরে ছিলেন। ডলার রাখার কথা বলেই একটি রুমাল বের করেন লাকী। বার বার সেটি কহিনুরের মুখের কাছে নেন। এক পর্যায়ে প্রতারক তানিয়া বলতে থাকেন তার স্বামী ও দুই বাচ্চা বাইরে রাখা গাড়িতে বসে আছে। তারাও ঘরে আসবে। এজন্য ঘরের কক্ষগুলো গোছাতে বলেন। তখন ফোনে কাউকে ১০ কেজি মিষ্টি, ১০ কেজি দই ও চিপস আনতে বলছিল তানিয়া। ফোন কেটেই কুহিনুর ও তার মেয়ে মীমকে সোনা গহনা পড়ে সাজতে বলে। তারা বিয়ে বাড়িতে যাওয়ার জন্য সেজেই আছে জানালে তানিয়া বলে, প্রথমবার আপনাদের বাড়িতে এসেছি, দুবাই থাকতে মামুন বলেছে আপনার অনেক সোনা-গহনা আছে। এসব পড়েন। মেয়ে মীমকে উদ্দেশ করে বলেন তোমার বিয়ে হয়েছে। গলায়, কানে কোনও সোনা-গয়না নেই কেন? দ্রæত মা-মেয়েকে সোনার গহনা পড়তে বলেন প্রতারক তানিয়া। এরপর ভেতরের কক্ষে যাওয়ার আগ্রহ প্রকাশ করে প্রতারক তানিয়া কহিনুরকে বলেন গাড়ি থেকে তার স্বামী ও বাচ্চাকে এগিয়ে আনতে। কথামতো তিনিও নিচে চলে যান। গিয়ে দেখেন রাস্তার পাশে একটি প্রাইভেট কার। সামনের গøাস নামিয়ে এক ব্যক্তি হাতে ইশারা করে কাছে ডাকছে। তখন তিনি উপরের বাসায় ঢুকে যান। কিছু সময় পর কহিনুরের স্বামী মনিরুল ও বাড়িতে ফেরেন। ঘরে ঢুকেই তিনি তানিয়ার পরিচয় ও উদ্দেশ্য জানতে চান। মনিরুল তাানিয়াকে সন্দেহ করে উচ্চস্বরে বলতে থাকেন তুই ডাকাত। মনিরুল বাসার লোকদের তানিয়াকে আটকাতে বলতেই ছদ্মবেশী ওই নারী মনিরুলকে ধাক্কা দেয়। তখন তানিয়ার ব্যাগ চেক করে কিছু জাল ডলার পাওয়া যায়। হইচই শুনে আশপাশের লোকজনও এগিয়ে আসে। কহিনুর যখন তানিয়ার স্বামীকে আনতে নিচে নামে তখনই আলমারীতে থাকা ১ লাখ টাকা, ২ ভরি ওজনের এক জোড়া বালা, এক ভরি ওজনের হাতের চিকন চুরি এক জোড়া, দুই ভরি ওজনের আল্লাহু লেখা লকেটসহ একটি চেইন, ডায়মন্ডের একটি আংটি কৌশলে নিয়ে নেন প্রতারক তানিয়া।
শুধু মনিরুলের বাড়িতেই নয় ৪১নং ওয়ার্ডে অবস্থিত ভাদুন এলাকার ইতালী প্রবাসী মেহেদী হাসানের স্ত্রী সুমাইয়া আক্তার সুমির স্বামীর সঙ্গে বিদেশে থাকার ছলনায় গত ১৫ ডিসেম্বর ঘরে ঢুকে আলমারীতে থাকা একটি সোনার চেইন, এক জোড়া কানের দুল, কিছু রূপার গহনা ও নগদ ৫০ হাজার টাকা নিয়ে যান তানিয়া।
গত ২৫ অক্টোবর রাত আটটার দিকে গাজীপুর নগরীর সাহাপাড়া এলাকার মিজানুর রহমান খানের বাসা থেকে অভিনব পন্থায় ৬ ভরি ওজনের এক জোড়া সোনার রূলি, এক জোড়া বালা, দুটি সোনার চেইন লুটে নেন। প্রতারক তানিয়া জানান, গত ২৬ মে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের হাতে গ্রেপ্তারের পর তিনি পাঁচমাস কারাগারে ছিলেন। মাসখানের আগে জামিনে মুক্তি পেয়ে গাজীপুরে অভিনব পন্থায় প্রতারণা শুরু করেন। পূবাইল থানার ওসি নাজমুল হক ভূইয়া জানান, চুরি করা তানিয়ার নেশা ও পেশা। আটকের সময় তানিয়ার কাছ থেকে ৭৫ পিছ ইয়াবা সহ একটি সাদা রংয়ের প্রাইভেট কার যাহার নাম্বার (ঢাকা মেট্রো-গ-২৩-০০২৪) উদ্ধার করা হয়। তার বিরূদ্ধে পুলিশ বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করেছে। আর মনিরুলের বাড়ি থেকে তাকে আটক করারও সুবাদে বাড়ির মালিকও আলাদা মামলা করেন। এছাড়াও তানিয়াকে থানায় আনার পর অনেক ভুক্তভোগী থানায় এসে প্রতারণার কথা জানিয়েছেন। তারা প্রত্যেকে চাইলে নিজ নিজ থানায় আলাদা মামলা করতে পারেন। তিনি আরও জানান, পুলিশের কাছে সংরক্ষিত অপরাধের তালিকা খুঁজে তানিয়ার বিরূদ্ধে ২০টির অধিক মামলার তথ্য পাওয়া গেছে। প্রক্রিয়া শেষে রোববার (২২ ডিসেম্বর) তানিয়া ও তার দুই সঙ্গীকে আদালতে তুলে রিমান্ড আবেদন করা হবে। রিমান্ড মঞ্জুর হলে অধিকতর জিজ্ঞাসাবাদের আরও তথ্য পাওয়া যেতে পারে। সঙ্গে থাকা আটকৃত আলমগীর (৩৮) গাজীপুর জেলার টঙ্গী থানার পুর্ব আরিচপুর এলাকার মৃতঃ ইয়াকুব আলীর ছেলে অপর আরেকজন হালিমা আক্তার দুলালী (২৭) গাজীপুর জেলার জয়দেবপুর থানার গজারিয়া এলাকার মৃতঃ জালাল উদ্দিন এর মেয়ে। চুরির পথ বেছে নেওয়ার কারণ প্রসঙ্গে তানিয়া সিকদার বলেছিলেন, ‘ইচ্ছা ছিল নায়িকা হওয়ার। কিন্তু সেটা হতে এসে বিভিন্নজনের কাছে প্রতারিত হয়েছেন। একপর্যায়ে বাধ্য হয়ে চুরিকে পেশা হিসেবে বেছে নেন। তানিয়ার গ্রেপ্তার হওয়া বা জেল খাটা এবারই প্রথম নয়। এর আগে তিন দফায় প্রথমে পাঁচ মাস, পরে তিন মাস এবং সবশেষে পাঁচ মাস জেল খেটেছেন। পুলিশ জানিয়েছে, এর আগে আরও আটবার জেল খেটেছেন এ নারী।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here