
ডেইলি গাজীপুর প্রতিবেদক: বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ মমতাজ উদ্দিন আহমেদকে আগামী ১ বছরের জন্যে সরকার পুনরায় নিয়োগ প্রদান করায় ১০ ডিসেম্বর বিকেলে তাকে বঙ্গবন্ধু গবেষণা পরিষদের কেন্দ্রীয় সভাপতি লায়ন মোঃ গনি মিয়া বাবুল এর নেতৃত্বে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়।
এ উপলক্ষে তার কার্যালয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময়কালে বঙ্গবন্ধু গবেষণা পরিষদের সভাপতি লায়ন মোঃ গনি মিয়া বাবুল পুনরায় নিয়োগপ্রাপ্ত চেয়ারম্যানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বলেন, প্রেস কাউন্সিলের চেয়ারম্যানের দায়িত্ব পালনের বর্ধিত সময়ে দক্ষতা, সততা ও গতিশীল নেতৃত্বের মাধ্যমে প্রেস কাউন্সিলকে আরো অধিক গতিশীল করবেন বলে আমরা আশা করি। সরকার তাকে পুনরায় নিয়োগ প্রদান করায় তিনি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানান। তিনি আরো বলেন, বস্তুনিষ্ঠ ও ইতিবাচক সাংবাদিকতার পরিবেশ তৈরীতে প্রেস কাউন্সিল প্রশংসনীয় ভূমিকা পালন করছে। মতবিনিময়কালে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বঙ্গবন্ধু গবেষণা পরিষদের কেন্দ্রীয় নির্বাহী সদস্য মোঃ মাসুদ আলম।
