

ডেইলি গাজীপুর প্রতিবেদক: আজ ২৮ জানুয়ারী,মঙ্গলবার বিপুল উৎসাহ উদ্দীপনায় বাংলাদেশ হেলথ এ্যাসিস্ট্যান্ট এসোসিয়েশন চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলার নির্বাচন অনুষ্ঠিত হয়। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে সভাপতি পদে মো: মাসুদ আলম মিজি ২৭ ভোট পেয়ে বিজয়ী হন। তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী মোহাম্মদ আব্দুল কাহহার ভূইয়া পেয়েছেন ২২ ভোট। মোট ভোটার ছিল ৫১ এবং কাস্টিং ভোট ৫০, বাতিল ভোট ১।
এছাড়া সাধারণ সম্পাদক পদে আব্দুল মোতালেব বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন এবং মুন্নী আক্তারকে সর্বসম্মতিক্রমে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করা হয়।
