ফাইনালের আগে পরিত্যক্ত বাংলাদেশের যুবাদের ম্যাচ

0
182
728×90 Banner

ডেইলি গাজীপুর স্পোর্টস: ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের ফাইনালের দুই প্রতিপক্ষের প্রাথমিক পর্বের লড়াইয়ে জল ঢেলে দিয়েছে বৃষ্টি। ভারত অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে দ্বিতীয়বারের মতো পরিত্যক্ত হয়ে গেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের ম্যাচ।
২৪৫ রানের লক্ষ্য তাড়ায় বাংলাদেশ ৫ ওভার ৫ বলে ২ উইকেটে ১৯ রান করার পর বৃষ্টি নামলে আর খেলা সম্ভব হয়নি।
কেন্ট কাউন্টি ক্রিকেট গ্রাউন্ডে বুধবার টস জিতে ব্যাট করতে নেমে ভারতের শুরুটা ভালো হয়নি। ৩৩ রানের মধ্যে দলটি হারিয়ে ফেলে টপ অর্ডারের তিন ব্যাটসম্যানকে।
সমির রিজভির ৩২ বলে ৮ চারে ৪৪ রানের ঝড়ো ইনিংসের পরও ১০৮ রানে ৬ উইকেট হারিয়ে ধুঁকছিল ভারত। সেখান থেকে দলকে আড়াইশ রানের কাছে নিয়ে যান শুভং হেগড়ে। চারটি চারে ৯৭ বলে ৬৯ রানের দায়িত্বশীল এক ইনিংস খেলেন এই মিডল অর্ডার ব্যাটসম্যান। তার সঙ্গে ৭৩ রানের জুটি গড়ার পথে ৩৭ রান করেন দিব্যানস সাক্সেনা।
বাংলাদেশের অফ স্পিনার শামিম হোসেন এবং দুই পেসার শরিফুল ইসলাম ও অভিষেক দাস নেন তিনটি করে উইকেট।
রান তাড়ায় প্রথম ওভারে তানজিদ হাসানকে হারায় বাংলাদেশ। পঞ্চম ওভারে ফিরেন আরেক ওপেনার প্রান্তিক নওরোজ।
৮ ম্যাচে ১১ পয়েন্ট নিয়ে শীর্ষে থেকে প্রাথমিক পর্ব শেষ করল বাংলাদেশ। আগামি রোববার ব্রাইটনে ফাইনালে ভারতের মুখোমুখি হবে আকবর আলীর দল। ৭ ম্যাচে ভারতের পয়েন্ট ৮। সমান ম্যাচে স্বাগতিক ইংল্যান্ডের পয়েন্ট ৩।
সংক্ষিপ্ত স্কোর:
ভারত অনূর্ধ্ব-১৯ দল: ৪৯.৩ ওভারে ২৪৪ (প্যাটেল ৮, তিলক ১, কানপিলেওয়ার ২১, রাওয়াত ৯, সামির ৪৪, হেগড়ে ৬৯, জয়সাল ৩, সাক্সেনা ৩৭, করন ২৫, মাউরিয়া ১১, পাতিল ০*; শরিফুল ৩/৪৩, অভিষেক ৩/৫৯, শাহিন ১/৫৪, শামিম ৩/৩৮, রিশাদ ০/২২, হৃদয় ০/২৭)
বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল: ৫.৫ ওভারে ১৯/২ (তানজিদ ১, প্রান্তিক ৫, পারভেজ ৪*, হৃদয় ৭*; পাতিল ২/৯, মাউরিয়া ০/৯)
ফল: পরিত্যক্ত

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here