
আল আমিন মন্ডল (বগুড়া) : শুক্রবার গাবতলী উপজেলার কাগইল তিনমাথা মোড়ে বগুড়া খান মার্কেটের মমিন সার্জিক্যাল এন্ড মেডিসিন সেন্টারের উদ্যোগে দিনব্যাপী ফ্রি ডায়াবেটিস ক্যাম্পেইন (ডায়াবেটিস পরিক্ষা) উদ্বোধন করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন মমিন সার্জিক্যাল এন্ড মেডিসিন সেন্টারের প্রোপাইটার ও তরুন সমাজসেবক আব্দুল মমিন আকন্দ, সমাজসেবক আব্দুল বারী, হারুন অর রশিদ ফারুক, ফজলুল হক রোকন, আল আমিন মন্ডল, বাপ্পী কুমার, রাকিবুল হাসান, মুন্না, মাহবুবুর রহমান, শামীম আহম্মেদ, সাজ্জাদুল ইসলাম সম্রাট, আব্দুর রহমান সজিব, রিয়াদ হোসেন’সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ প্রমূখ। ডায়াবেটিস ক্যাম্পে প্রায় ৫শতাধিক মানুষের ডায়াবেটিস পরিক্ষা করা হয়। এছাড়াও ক্যাম্পেইন উপলক্ষে তাইওয়ান প্রযুক্তিতে তৈরী সম্পূর্ন অটোমেটিক ডায়াবেটিস পরিক্ষা করার জন্য ৯শত টাকা (গøুকোশিয়োর অটো কোর্ড) জিজিটাল মেশিন ছাড় দিয়ে স্বল্পমূল্যে ৬শ ৫০টাকায় বিক্রি করা হয়েছে।
