
আল আমিন মন্ডল (বগুড়া প্রতিনিধি) ঃ মাইশা ফারজানা মৌনতা ২০১৮ইং সালে বগুড়া সরকারী বালিকা উচ্চ বিদ্যালয় থেকে জেএসএস পরীক্ষায় অংশ গ্রহন করে ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে। সে বগুড়ার গাবতলী বাগবাড়ী শহীদ জিয়া ডিগ্রি কলেজের মনোবিজ্ঞান বিভাগের প্রভাষক আলহাজ¦ নারগীস পারভীন ও রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক (রাকাব) দিনাজপুর জোনাল ব্যবস্থাপক আলহাজ¦ মাহমুদুল আলম একমাত্র মেয়ে। মৌনতা ভবিষ্যতে ডাক্তার হতে চায়। এ সাফল্যের জন্য শিক্ষক ও পিতা-মাতা’সহ সকলের নিকট কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তার পরিবার। সে সকলের নিকট দোয়া প্রার্থী।
