

হাসিনা রহমান
সেদিনের সেই ভয়াল রাত
আজও আমায় কাঁদায়
সেদিনের সেই নির্মমতা
আজও আমায় ভাবায়
কেন তারা জাতির জনককে
এভাবে হত্যা করে?
কেন তারা শেখ হাসিনাকে
পিতৃ হারা করে?
আজও তারা ঘুরে বেড়ায়
বাংলার এই বুকে
তাদের বিচার করতে হবে
সর্বোচ্চ আদালতে
মুজিব আছে, আমার মনে
মুজিব আছে এই বাংলায় ৷
মুজিব আছে সহস্র কোটি হৃদয়ে
রয়েছে বাংলার প্রতি তাঁর
অসাধারণ অবদান ৷
লেখিকা : হাসিনা রহমান
