বহুল আলোচিত সাহেদকে র‌্যাবের সদর দফতরে জিজ্ঞাবাদ চলছে

0
165
728×90 Banner

এস,এম,মনির হোসেন জীবন : বহুল আলোচিত রিজেন্ট গ্রুপ ও রিজেন্ট হাসপাতাল লিমিটেডের চেয়ারম্যান মো. সাহেদ ওরফে সাহেদ করিমকে সাতক্ষীরার দেবহাটা সীমান্তবর্তী এলাকা ইছামতি নদী থেকে এলিট ফোর্স র‌্যাব সদস্যরা তাকে গ্রেফতারের পর ঢাকায় নিয়ে আসেন। এরপর মো. সাহেদকে জিঞ্জাসাবাদের জন্য ঢাকার র‌্যাবের সদর দফতরে নেয়া হয়েছে। এখন তিনি র‌্যাবের সদর দফতরে আছেন। সেখানে তাকে র‌্যাবের উর্ধ্বতন কর্মকর্তারা জিঞ্জাসাবাদ করছেন।
আজ বুধবার র‌্যাবের লিগ্যাল ও মিডিয়া ইউংয়ের মুখপাত্র (পরিচালক) লেফটেন্ট্যান্ট কর্ণেল আশিক বিল্লাহ গনমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, আজ বুধবার ভোর সাড়ে ৫টার দিকে সাতক্ষীরার সীমান্ত এলাকা দিয়ে পার্শ্ববর্তী রাষ্ট্র ভারতে পালিয়ে যাবার সময় রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান সাহেদকে গোপনে অভিযান চালিয়ে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) সদস্যরা গ্রেফতার করে। এসময় তার কাছ থেকে একটি বিদেশী অবৈধ পিস্তল ও ম্যাগজিনভর্তি গুলি উদ্ধার করা হয়েছে।
র‌্যাবের গনমাধ্যম শাখার মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল আশিক বিল্লাহ গনমাধ্যমকে আরও জানান, ছদ্মবেশে সাহেদ সাতক্ষীরা সীমান্ত অতিক্রম করার চেষ্টা করছিলেন । এসময় তাকে একটি অবৈধ পিস্তলও ম্যাগজিনভর্তি গুলিসহ তাকে গ্রেফতার করা হয়। তিনি (সাহেদ) ছদ্মবেশে বোরকা পরে নৌকা দিয়ে সীমান্ত পেরিয়ে ভারতে যাওয়ার চেষ্টা করছিলেন। আমাদের কাছে গোপন তথ্য ছিল। আমরা বিভিন্ন মাধ্যম থেকে তথ্য পেয়ে তাকে গ্রেফতার করি। তার বাসা সাতক্ষীরায়। কিন্ত তিনি তারই জেলায় ছদ্মবেশে বিভিন্ন যানবাহনে চলাফেলা করেছিলেন। সেখান থেকে তাকে হেলিকপ্টারে করে ঢাকায় আনা হয়েছে বলেও জানান তিনি।
আজ বুধবার র‌্যাব সদর দপ্তরে এ ব্যাপারে দুপুর ৩ টার দিকে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে বিস্তারিত জানানো হবে বলে জানান র‌্যাবের এ কর্মকর্তা। ওই সংবাদ সম্মেলনে এলিট ফোর্স র‌্যাব মহাপরিচালক (ডিজি) আব্দুল্লাহ আল মামুন বক্তব্য রাখবেন।
প্রতারক সাহের ওরফে সাহেদ করিম গ্রেফতার অভিযানে নেতৃত্ব দেন র‌্যাবের গোয়েন্দা বিভাগের প্রধান লেফটেন্ট্যান্ট কর্লেল সারোয়ার বিন কাশেম। এসময় তার সাথে গোয়েন্দা ইউনিটের কর্মকর্তাসহ অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তারা সাথে ছিলেন।
এদিকে, আজ বুধবার সকালে ঢাকার তেজগাঁও পুরাতন বিমানবন্দরে র‍্যাবের এডিজি অপারেশন কর্নেল তোফায়েল মোস্তফা সারোয়ার গনমাধ্যমকর্মীদের বলেন,গত ৯ দিন ধরে আমরা সাহেদকে (তাকে) ফলো করেছি। কিন্তু তিনি ঘন ঘন জায়গা পরিবর্তন করছিলেন। এজন্য কয়েকবার আমরা তার খুব কাছাকাছি যাওয়ার পরও ধরতে পারিনি।
তিনি বলেন, এছাড়া সে তার ব্যবহৃত মোবাইল ফোনটিও ফেলে দিলেছিল। অবশেষে আজ বুধবার ভোররাতে ভারতে পালিয়ে যাওয়ার চেষ্টাকালে তাকে গ্রেফতার করা হয়।
বুধবার ভোর ৫টা ১০ মিনিটে সাতক্ষীরার দেবহাটা সীমান্তে ইছামতি নদী থেকে গ্রেফতার করা হয়। পরে হেলিকপ্টারে করে তাকে সাতক্ষীরা থেকে সকাল ৯টায় ঢাকা নিয়ে আসা হয়েছে বলে জানান তিনি।
জানা যায়, বিশ্বব্যাপী মরনঘাতী করোনাভাইরাস (কোভিড-১৯) টেস্টের ভুয়া রিপোর্ট প্রদান, অর্থ আত্মসাতসহ প্রতারণার অভিযোগে অবশেষে মো: সাহেদ ওরফে সাহেদ করিমকে আজ ভোরে সাতক্ষীরা সীমান্ত এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গত ৬ জুলাই রিজেন্ট হাসপাতালের উত্তরা ও মিরপুর শাখায় অভিযান চালায় এলিট ফোর্স র‌্যাবের ভ্রাম্যমান আদালত। ওই অভিযানে নেতৃত্ব দেন র‌্যাব সদরদপ্তরের নির্বাহী ম্যাজিষ্ট্রেট সারোয়ার আলম। অভিযানে ভুয়া করোনা পরীক্ষার রিপোর্ট, করোনা চিকিৎসার নামে রোগীদের কাছ থেকে অর্থ আদায়সহ নানা অনিয়ম উঠে আসে। পরে রোগীদের সরিয়ে রিজেন্টের উত্তরা ও মিরপুর শাখা সিলগালা করে দেয়া হয়।পরবর্তীতে এঘটনায় র‌্যাব সদস্যরা অভিযান চালিয়ে
৮ জনকে গ্রেফতার করে। গত ৮ জুলাই দিবাগত রাতে রাজধানীর নাখালপাড়া থেকে সাহেদের প্রধান সহযোগী তারেক শিবলীকে গ্রেফতার করে র‌্যাব। হেফাজতে নেয়া হয় টিভি নাটকের অন্যতম প্রযোজনা প্রতিষ্ঠান ‘টেলিহোম’র প্রধান ও সাহেদের ভায়রা মোহাম্মদ আলী বশিরকে।
রিজেন্ট গ্রুপের চেয়ারম্যান সাহেদের প্রতারণা কাজের অন্যতম সহযোগী গ্রুপটির এমডি ও র‌্যাবের করা মামলার ২ নং আসামি মাসুদ পারভেজ মঙ্গলবার রাতে গাজীপুর থেকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।
এদিকে,‌ করোনাভাইরাস পরীক্ষা না করে সার্টিফিকেট প্রদানসহ বিভিন্ন অভিযোগে রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান মো. সাহেদসহ ১৭ জনের বিরুদ্ধে র‌্যাবের দায়ের করা মামলার তদন্তভার ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশে (ডিবি) হস্তান্তর করা হয়েছে। মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তার দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করেছে পুলিশ।পরবর্তীতে তদন্তকারী দলের সদস্যরা উত্তরা ১১ নম্বর সেক্টর রিজেন্ট হাসপাতালের মূল অফিসে অভিযান চালিয়ে সাহেদ করিম ওরফে মো. সাহেদের পাসপোর্ট জব্দ করেছে তদন্তকারী দল। হদিস মিলেছে তার বিরুদ্ধে আরও ২৩ মামলার। এখনও পর্যন্ত প্রতারক সাহেদের বিরুদ্ধ মোট ৫৮টি মামলার হদিস পেয়েছে র‌্যাব, ডিবি, ও পুলিশ সহ আইনশৃংখলা বাহিনী।
এদিকে, রিজেন্ট গ্রুপ ও রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান মো: সাহেদ ওরফে সাহেদ করিমের হাতে প্রতারনা,জাল-জালিয়াতিসহ বিভিন্ন সময় তার হাতে নির্যাতন ও হয়নারীর শিখার হয়েছেন অসংখ্য মানুষ। তার মধ্যে নাম প্রকাশে অনিচ্ছুক প্রতারণার শিকার এক ভুক্তভোগী গনমাধ্যমকে বলেন, সাহেদের কাছে টাকার জন্য গিয়েছিলাম। টাকা চাওয়া মাত্রই তার লোকজন আমার দুই হাত ধরে থেকে ওই রুমটি দরজা বন্ধ করে দিলো। এরপরই তিনি আমাকে মারধর করতে থাকেন। এমনকি পাওনাদারকে নারী দিয়ে হেনস্তা করাও ছিল শাহেদের অন্যতম কাজ। ভুক্তভোগীরা আইনশৃঙ্খলা বাহিনীর কাছে গিয়ে অভিযোগ করতে পারত না সাহেদের বিরুদ্ধে।
সাহেদ অনেক সময় নিজেকে আর্মির মেজর, কখনো কর্নেল পরিচয় দিয়েছেন। বিভিন্ন আইডি কার্ড তৈরি করে ভিন্ন ভিন্ন নাম দিয়ে প্রতারণা করেছে। এ ছাড়া প্রধানমন্ত্রীর অফিসের পরিচয় দিয়েও প্রতারণার প্রমাণ পাওয়া গেছে। এই প্রতারণা করে নানা জায়গা থেকে টাকা ধার নিয়ে আর কোটি টাকার মালিক হয়েছে। প্রায় ২৫ থেকে ৩০ বছর ধরে সাহেদ রাজধানীর উত্তরা,ডিওএইচএস,মিরপুর,ধানমন্ডি,মোহাম্মদপুর সহ নামিদামি বিভিন্ন এলাকায় বসবাস করে আসছিল।
জানা গেছে, বর্তমানে মো: শাহেদ/সাহেদ হিসেবে পরিচয় দিয়ে থাকলেও তার আসল নাম মো: শাহেদ করিম, আর বাবার সিরাজুল করিম ও মাতার নাম মৃত সুফিয়া করিম। নিজেকে একজন রাজনৈতিক বিশ্লেষক দাবি করলে তিনি পড়াশুনা করেছেন মাত্র এসএসসি পর্যন্ত। তার গ্রামের বাড়ি সাতক্ষীরায় তাকে সবাই একজন প্রতারক হিসেবে চিনে থাকে। বিভিন্ন প্রতিষ্ঠান খুলে প্রতারণার মাধ্যমে টাকা কামাই করে একজন উদ্যোক্তা বনে যান।
তদন্ত সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ২০১০ সালের দিকে সাহেদ ধানমন্ডি এলাকায় বিডিএস ক্লিক ওয়ান এবং কর্মমুখী কর্মসংস্থান সোসাইটি (কেকেএস) নামে দু’টি এমএলএম কোম্পানি খুলে গ্রাহকদের কাছ থেকে শত কোটি টাকা হাতিয়ে নেন। প্রতিষ্ঠান বন্ধ করে দিয়ে গা ঢাকা দিলে ক্ষতিগ্রস্ত গ্রাহকরা তার বিরুদ্ধে মামলা করেন। ২০১১ সালে তাকে প্রতারণা মামলায় একবার গ্রেফতারও করা হয়েছিল। কিন্তু অর্থের বিনিময়ে দ্রুতই তিনি জামিন নিয়ে কারাগার থেকে বের হয়ে আসেন। এরপর প্রতারণার অর্থ দিয়ে তিনি রিজেন্ট গ্রুপ নামে ব্যবসায় শুরু করেন। চালু করেন রিজেন্ট হাসপাতাল। যদিও এর কয়েক বছর আগেই হাসপাতালের অনুমোদন নিয়েছিলেন তিনি।
অপর দিকে,শাহেদের কাছে টাকা পাওনাদার জৈনক এক ব্যক্তি অভিযোগ করে বলেন, উনি এভাবে আমাকে বলেছেন যে, আমার সাথে কথা বলতে হলে সিটি মেয়র লেভেলের হতে হবে, এসপি-ডিসি কিছু না, আমরা মন্ত্রী রদবদল করি। আপনারা এই টাকা আর পাবেন না। যদি টাকা চান তাহলে অংশীদার যারাই আছেন বাংলাদেশের যে প্রান্তেই থাকুক না কেন ধরে গুম করব।
সাহেদের প্রতারনার শিকার ভুক্তভোগী এক ব্যবসায়িক অংশীদার গনমাধ্যমকে জানান, সাহেদ সাহেবের বাসায় যাওয়ার পর আমাদের প্রণব মুখার্জি, স্বরাষ্ট্রমন্ত্রী, সাবেক রাষ্ট্রপতির সাথে ছবি দেখিয়ে বলে আমি কাদের সাথে চলি বুঝছ। আমার হাত অনেক লম্বা। আমাদের বলে একটা টাকাও পাবা না। যদি টাকা চাও ১০টা করে মামলা দেয়া হবে। তার গানম্যানদের দিয়েও আমাদের ভয় দেখানো হয়। সে তো এখনো গ্রেফতার হয়নি। আমরা আমাদের জীবনের নিরাপত্তা চাই।
সাহেদের প্রতারণার শিকার টাঙ্গাইলের গোবিন্দাসীর মাটি খনন ব্যবসায়ী অমলেশ ঘোষ সাংবাদিকদের জানান, গত বছরের শুরুর দিকে রিজেন্ট গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান রিজেন্ট কেসিএ’র অধীনে নদীখননের জন্য চুক্তিবদ্ধ হয়। কাজ শুরু হলে একপর্যায়ে ২১ লাখ ৭৪ টাকা টাকা বকেয়া হয় রিজেন্টের কাছে। টাকা চাইতে গেলে আসে মৃত্যুর হুমকি। অমলেশ ঘোষ বলেন, ঘটনা তুলে ধরতে পারিনি। কারণ, আমাকে টাঙ্গাইল ডিবি অফিস, এসপি অফিস থেকে ফোন দিয়ে হুমকি দেয়া হয়েছিল।রিজেন্ট হাসপাতালের ভবনগুলো দখলের অভিযোগ : উত্তরা ও মিরপুরে রিজেন্ট হাসপাতাল এবং রিজেন্ট গ্রুপের প্রধান কার্যালয়ের তিনটি ভবনই বিভিন্ন ফন্দি করে ভাড়া নেন সাহেদ। মিরপুরের ১২ নম্বরের যে বাড়িটিতে হাসপাতাল করা হয়েছে সেটি অন্য আরেকজনকে দিয়ে ভাড়া করিয়েছিলেন। পরে সেখানে জোর করে হাসপাতাল স্থাপন করেন। দুই বছর ধরে এর ভাড়াও দেননি সাহেদ। উত্তরাতেও একই অবস্থা। ভুক্তভোগী বাড়িওয়ালা উকিল নোটিশ দিয়ে ও থানায় নালিশ করেও তাকে সরাতে পারেননি। স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে পুলিশ সদর দফতরকে সাহেদের বিষয়ে সতর্ক করার পরও ঢাকার বাইরে তিনি পেয়েছেন পুলিশ প্রোটেকশন।
এদিকে, রাজধানীর মিরপুর ১২ নম্বর সেকশনের রিজেন্ট হাসপাতালে সিলগালা করার সময় ওই ভবনের মালিক ফিরোজ আলম গনমাধ্যমের কাছে অভিযোগ করে বলেন, আমি এক ব্যক্তির কাছে ভাড়া দিয়েছি ভবনটি। কিন্তু পরে দেখি আরেক ব্যক্তি এসে হাসপাতাল বানাচ্ছেন। আমি তার কাছে জিজ্ঞাস করলাম, কী ব্যাপার আমি তো ভাড়া দিয়েছি আপনার কাছে, উনি কে? তিনি বললেন, সমস্যা নেই। সেই যে ভবনে হাসপাতাল করল, ভাড়া দেয়ার পর থেকেই ভাড়া পাচ্ছি না। দুই বছরের ভাড়া বকেয়া। ভাড়া মন চাইলে ৫০ হাজার দেয়, না চাইলে দেয় না। আমি উকিল নোটিশ দিয়েছি, তাতেও কোনো কাজ হয়নি। এরপর থানায় জিডি করেছি, তাতেও কাজ হয়নি। সে ভবন ছাড়ে না। আমাকে কয়েকবার চেক দিয়েছে; কিন্তু চেক বাউন্স হয়েছে। সে প্রতারক।
এ ছাড়া উত্তরা ১২ নম্বর সেক্টরের ২/এ সড়কের ১৪ নম্বর বাড়িটির দু’টি ফ্লোর ভাড়া নিয়েছেন সাহেদ। সেখানেই তিনি তার গ্রুপের অফিস করেছেন। এই অফিসের ভাড়াও নিয়মিত দেন না বলে অভিযোগ উঠেছে। ভবনটির তৃতীয় ফ্লোরের মালিকের মা জাহানারা কবির অভিযোগ করে গনমাধ্যমকে জানান, আমার স্বামী লুৎফুল কবির পুলিশের অতিরিক্ত আইজিপি ছিলেন। আমার মেয়েকে ১৪ নম্বর বাড়িতে একটি ইউনিট কিনে দিয়েছি। আমার মেয়ে সেটি ভাড়া দিয়েছে। কিন্তু সাহেদ নিয়মিত ভাড়া দেয় না। সে নিজেকে অনেক ক্ষমতাধর বলেও পরিচয় দেয়। দুই বছর ধরে সে ওই বাড়িতে আছে। আমরা তাকে তিনবার নোটিশ দিয়েছি, তারপরও বাড়ি ছাড়ে না। ভাড়াও দেয় না।
এছাড়া সাহেদ তার পরিবারের সাথেও প্রতারণা করে আসছিল বলে অভিযোগ উফেছে। প্রতারণার সব কৌশল রপ্ত করা সাহেদ ছাড় দেননি নিজের পরিবারকেও।
সাহেদের স্ত্রী সাদিয়া গনমাধ্যমের কাছে অভিযোগ করে বলেন, সাহেদের প্রতারণার শুরু হয় ২০০৮ থেকে। পরিবারের লোকদের সাথেও প্রতারণা করতো সে। এটা তার নেশায় পরিণত হয়েছে। এই প্রতারকের বিচারও চান তিনি। তিনি আরও বলেন, কয়েকবার আমি তার কাছ থেকে চলেও গেছি। আমার পরিবারের কয়েকজনের সাথেও তার টাকা পয়সা নিয়ে গণ্ডগোল ছিল। ওনার জন্য আমার পরিবারের অন্যরাও সমস্যায় আছে।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here