বাংলাদেশের প্রবৃদ্ধি ধীরে ধীরে পুনরুদ্ধার হচ্ছে : এডিবি

0
157
728×90 Banner

ডেইলি গাজীপুর প্রতিবেদক: চলতি অর্থবছর (২০২০-২০২১) শেষে বাংলাদেশের প্রবৃদ্ধি ৬ দশমিক ৮ শতাংশ হবে। এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করেছে। সরকারি পূর্বাভাসে ২০২০-২০২১ অর্থবছরে বাংলাদেশের প্রবৃদ্ধি ৮ দশমিক ২ শতাংশ।
গত মঙ্গলবার এডিবির প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, কার্যকর উৎপাদন সক্ষমতা এবং রপ্তানি সচল থাকায় বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ধীরে ধীরে পুনরুদ্ধার হচ্ছে। সামষ্টিক অর্থনৈতিক ব্যবস্থাপনা এবং সরকারের প্রণোদনা প্যাকেজের দ্রুত বাস্তবায়নের ফলে অর্থনৈতিক পুনরুদ্ধার ত্বরান্বিত হয়েছে। প্রবৃদ্ধি কমে যাওয়ার মূল ঝুঁকি তৈরি হয়েছিল, বাংলাদেশে এবং রপ্তানি গন্তব্যে করোনা মহামারীর দীর্ঘমেয়াদি প্রভাব। এডিবির কান্ট্রি ডিরেক্টর মনমোহন প্রকাশ বলেন, মহামারীর প্রভাব থেকে বাংলাদেশের অর্থনীতি বেরিয়ে আসছে। স্বাস্থ্য ও মহামারী ব্যবস্থাপনায় উল্লেখযোগ্য চাপ থাকা সত্ত্বেও সরকার গরিব ও দুস্থদের জন্য মৌলিক সেবা নিশ্চিত করে উপযুক্ত অর্থনৈতিক উদ্দীপনা এবং সামাজিক সুরক্ষা ব্যবস্থাসহ অর্থনীতিকে সুসংহত করেছে। তিনি আরও বলেন, রপ্তানি এবং রেমিট্যান্সের পাশাপাশি অর্থনৈতিক উদ্দীপনা ও সামাজিক সুরক্ষায় বৈদেশিক তহবিল নিশ্চিত করাসহ সরকারের সামষ্টিক অর্থনৈতিক ব্যবস্থাপনার ফলেই এই পুনরুদ্ধার সম্ভব হয়েছে। বাংলাদেশ দ্রুত করোনাভাইরাসের ভ্যাকসিন হাতে পেলে এবং মহামারী ব্যবস্থাপনার ওপর আরও জোর দিলে প্রবৃদ্ধি আরও ত্বরান্বিত হবে। এডিবি সরকারকে আরও সহায়তা দেওয়ার জন্য কাজ করছে।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here