বান্দরবা‌নে ইয়াবাসহ ১জন‌কে আটক ক‌রে‌ছে যৌথবা‌হিনী

0
160
728×90 Banner

রিমন পালিত ,বান্দরবান প্রতিনিধি: বান্দরবান সদরের লেমু‌ঝি‌ড়ি আগা পাড়া থেকে ৪৯০পিচ ইয়াবাসহ ১জনকে আটক করেছে যৌথবা‌হিনী। আটক ব্যাক্তির নাম শা‌ন্তি তঞ্চঙ্গ‌্যা (৩০)। ‌সে কুহালং ইউ‌নিয়‌নের বা‌কীছড়া এলাকার জ্যো‌তিময় তঞ্চঙ্গ্যার ছেলে।
র‌বিবার (৩মে) বিকালে লেমু‌ঝি‌ড়ি আগা পাড়ার ইক্ষু গবেষণা কেন্দ্রের সামনে এঘটনা ঘটে।
সেনাবা‌হিনী জানায়, গোপন সংবা‌দের ভিত্তিতে সেনা জোন ও সেনা রি‌জিয়নের কর্মকর্তা ও সেনা সদস্য, বি‌জি‌বিসহ লেমু‌ঝি‌ড়ি আগা পাড়া এলাকার ইক্ষু গবেষণা কেন্দ্রের সামনে অ‌ভিযান চালায়। সেখা‌নে প্যান্টের পকেটে ইয়াবা নিয়ে যাবার সময় তাকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে প্লা‌স্টি‌কের প্যাকেটে মোড়ানো অবস্থায় ৪৯০পিচ ইয়াবা উদ্ধার ক‌রা হয়। পরে তাকে সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
বান্দরবান সেনা জোন ও রি‌জিয়নের কর্মকর্তারা জানান, সন্ত্রাসীরা পাহাড়ে অস্ত্র ক্রয়ের জন্য ইয়াবা ব্যবসা ছাড়াও পাহাড়ে সন্ত্রাস, চাঁদাবা‌জি ও অপহরণসহ নানা ধরণের অপরাধমূলক কর্মকান্ড চা‌লিয়ে যাবার চেষ্ঠা চালাচ্ছে। তাদের এসব কার্যক্রম দমন করতে অ‌ভিযান অব্যহত রয়েছে।
এই ব্যাপারে বান্দরবান সদর থানার এসআই গৌরাঙ্গ বলেন, ইয়াবাসহ আটককৃর বিরুদ্ধে মামলার প‌ক্রিয়া চলছে।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here