বারাকা ফিমেল ডিআইসিতে জব সার্চিং সার্পোটের আলোচনা সভা অনুষ্ঠিত

0
120
728×90 Banner

ডেইলি গাজীপুর প্রতিবেদক :  আজ বুধবার বারাকা ফিমেল ডিআইসিতে জব সার্চিং সার্পোটের উপর একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় উপস্থিত ছিলেন জাতীয় সাংবাদিক সোসাইটির মহাসচিব নাসির উদ্দীন বুলবুল, সমাজ সেবার অডিও লজিষ্টক কর্মকর্তা মুসলে উদ্দিন , যুব উন্নয়ন সেলাই প্রশিক্ষক সেলিনা আক্তার, হাসান ডায়াগনস্টিক এর পরিচালক নাছির উদ্দিন , কেয়ার বাংলাদেশ টঙ্গীর ইনর্চাজ আলী আকবর, হিড বাংলাদেশ থেকে ডালিয়া চাওমি, জেনি রোজারিও, কারিতাস উদ্দ্যম প্রকল্পের রুপা রায়, সামাজিক দলের দলনেতা মানসুরা, সামাজিক দলের সদস্য মিম, পপি, ফরিদা, কিশোরী দল থেকে নাজমিন, ফিমেল ডিআইসি প্রজেক্ট অফিসার মিসেস গরেট্টি রত্ননা পেরেরা, সহকারী মাঠকর্মকর্তা সুলতানা আক্তার এবং ফিমেল ডিআইসির রিকভারী ক্লায়েন্ট প্রমুখ।
সভাটি পরিচালনা করেন বারাকার ফিমেল ডিআইসির প্রজেক্ট অফিসার গরেট্টি রত্ননা পেরেরা, সঞ্চালনা করেন নেটওর্য়াক অফিসার প্রদীপ ডি কস্তা, সহকারী মাঠকর্মকর্তা সুলতানা আক্তার।
সভার শুরুতে সবার হাতে পূর্ববর্তী মিটিং এর রিপোর্ট প্রদান করা হয়। এর পর সকলকে ধন্যবাদ দিয়ে শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন নেটওর্য়াক অফিসার প্রদীপ ডি কস্তা, এর পর পরিচয় পর্ব অনুষ্ঠিত হয়। বারাকার কার্যক্রম সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন বারাকার ফিমেল ডিআইসির প্রজেক্ট অফিসার গরেট্রি রত্ননা পেরেরা। পূর্ববর্তী মিটিং এর রিপোর্ট পাঠ করে শুনান সহকারী মাঠকর্মকর্তা সুলতানা আক্তার, সে সাথে আগামী পরিকল্পনার প্রস্তাবনা পেশ করা হয়।
বিভিন্ন প্রতিষ্ঠান থেকে অগতরা ক্লায়েন্টদের জন্য কি সেবা পেতে পারে তা নিয়ে আলোচনা করা হয়। প্রতিটি ব্যাক্তি/ প্রতিষ্ঠান তাদের নিজ নিজ সেবা ও সীমাবদ্ধতার কথা জানান।
জাতীয় সাংবাদিক সোসাইটর মহাসচিব সাংবাদিক নাসির উদ্দিন বুলবুল বলেন, কারিতাসের বারাকা মহিলা ড্রপ-ইন সেন্টার সমাজের ঝুকিপূর্ন জনগোষ্ঠী বিশেষ করে যৌন কর্মি ও মাদকাসক্তদের যখন সবাই অবহেলা করে প্রান্তিক অবস্থায় ঠেলে দেয়, তখন বারাকা মহিলা ড্রপ-ইন সেন্টার তাদের মাদক নিরাময় ও যৌন কর্ম থেকে ফিরিয়ে এনে, চিকিৎসা ও পূর্নবাসনের মহান কাজটি করে যাচ্ছে। তিনি উপস্থিত সবাইকে বারাকার সকল কার্যক্রমে সহায়তা করার আহবান জানান।
সমাজ কল্যাণ থেকে মুসলে উদ্দিন অডিও লজিষ্ট: সমাজ কল্যাণ অসহায়-সুবিধা বঞ্চিতদের নিয়ে কাজ করে। আমাদের উদ্দেশ্য প্রতিবন্ধিদের সমাজে প্রতিষ্ঠিত করা। আমরা চাই অসহায়-সুবিধা বঞ্চিত মানুষের কর্মসংস্থান এর সুযোগ হক সমাজে তারা একটি অবস্থান নিয়ে বাচুক। সমাজ কল্যাণে গার্মেন্টস্ প্রশিক্ষন, কম্পিউটার প্রশিক্ষন, সেলাই প্রশিক্ষন, কৃত্রিম পা স্থাপন, প্লাষ্টিকের জিনিস তেরী, কানে মেশিন স্থাপন, মোবাইল সার্ভিসিং, মাশরুম চাষ ইত্যাদি কার্যক্রম করা হয়। যদি কেউ আগ্রহী থাকে তাকে অবশ্যই মেট্রিক পাশ হতে হবে। বয়স ১৮-৩০ বছর হতে হবে।
যুব উন্নয়ন থেকে সেলাই প্রশিক্ষক সেলিনা আক্তার: যুব উন্নয়ন থেকে সরকারি ভাবে ভিবিন্ন প্রশিক্ষন প্রদান করা হয়। হোসেন মার্কেটে আমাদের সাব-সেন্টার রয়েছে, সেখানে সেলাই প্রশিক্ষন, গার্মেন্টস্ প্রশিক্ষন, কম্পিউটার প্রশিক্ষন এর ব্যবস্থা আছে। কম্পিউটার এর জন্য ১০০০/= ভর্তি ফ্রি নেওয়া হবে ৬ মাসের কোর্স। সেলাই প্রশিক্ষনে ৫০/= ভর্তি ফ্রি নেওয়া হবে । ৮ম শ্রেনী পাশ হতে হবে। বয়স ১৮-৩৫ বছর। যুব উন্নয়ন থেকে সরকারি ভাবে সার্টিফিকেট দেওয়া হয়। সার্টিফিকেট দিয়ে যুব উন্নয়ন থেকে ঋণ প্রদান করা হয়। জুলাই মাসে নতুন লোক নেওয়া হবে। যদি বারাকার কেউ আগ্রহী থাকে তাকে অবশ্যই নেওয়া হবে।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here