বিশ্ব ইজতেমার প্রথম পর্ব শুরু

0
20
728×90 Banner

ডেইলি গাজীপুর প্রতিবেদক: টঙ্গীর তুরাগ তীরে শুক্রবার বাদ ফজর তাবলিগ জামাতের শীর্ষ মুরব্বি পাকিস্থানের মাওলানা জিয়াউল হকের আম-বয়ানের মধ্য দিয়ে শুরু হয়েছে বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। দেশ-বিদেশ থেকে আসা লাখো মুসল্লির পদচারণায় মুখর হয়ে উঠেছে ময়দান। ইজতেমা মাঠে দেশের বৃহত্তম জুমার জামাত অনুষ্ঠিত হয়েছে।এই জুমার নামাজে ইমামতি করেছেন তাবলিগ জামাত বাংলাদেশের শুরায়ে নেজামের শীর্ষ মুরুব্বী মাওলানা জুবায়ের। রবিবার আখেরি মুনাজাতও তিনিই পরিচালনা করবেন বলে জানিয়েছেন তাবলিগ জামাতের মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লা রায়হান।জুমার নামাজের পর ইজতেমা ময়দানে মৃত্যুবরণ করা এক মুসল্লির জানাজা অনুষ্ঠিত হয়। এবারই প্রথম তিন পর্বে হচ্ছে ইজতেমা। প্রথম পর্ব শেষ হবে আগামী ২ ফেব্রুয়ারি। এরপর ৩ থেকে ৫ ফেব্রুয়ারি দ্বিতীয় পর্ব। এ দুটি শূরায়ী নেজাম বা জুবায়েরপন্থিদের। তৃতীয় পর্বে ১৪ থেকে ১৬ ফেব্রুয়ারি ইজতেমা করবেন সাদপন্থিরা।
তুরাগ নদের তীরে তাবলীগ জামাতের বিশ্ব ইজতেমার প্রথম দিনে অনুষ্ঠিত জুমার নামাজে শরীক হয়েছেন লাখো মুসল্লি। জুমার জামাতে শরীক হতে রাজধানীসহ পার্শ্ববর্তী এলাকার হাজার হাজার মানুষ রেলপথ, সড়ক পথ, নৌপথসহ বিভিন্ন যানবাহন এবং অনেকে পায়ে হেঁটে নানা ঝক্কি-ঝামেলা পেরিয়ে শরীক হন এই বৃহত্তম জুমার জামাতে। বিশ্বের অর্ধশতাধিক দেশের সহস্রাধিক প্রতিনিধিসহ লাখো মুসল্লির অংশগ্রহণে অসীম, অনন্ত ও প্রেমময় আল্লাহ’র সন্তুষ্টি অর্জনে ইবাদত বন্দেগি আর কোরআন হাদিসের আলোচনায় এখন বিশ্ব ইজতেমার বিশাল প্যান্ডেলে পবিত্র ধর্মীয় আবহাওয়া বিরাজ করছে।
এদিকে আজ শুক্রবার সকাল থেকেই সর্বস্তরের মুসলমানরা জুমার জামাতে শামিল হওয়ার জন্য টুপি, পাঞ্জাবী পরে জায়নামাজ হাতে আল্লাহর নৈকট্য লাভের আশায় ইজতেমা ময়দানের দিকে ছুটতে দেখা গেছে। দেশ বিদেশের মুসল্লির সাথে একই জামাতে শরীক হয়ে নামাজ আদায় করার মাধ্যমে বেশি সাওয়াব হাসিলের উদ্দেশে সবার মধ্যে দেখা গেছে ব্যাকুলতা।
শিশু-কিশোর থেকে শুরু করে সব বয়সী মানুষের সমাবেশ ঘটে জুমার জামাতে। টঙ্গী, উত্তরা, কামারপাড়া, মিরপুর, আব্দুল্লাহপুরসহ আশপাশের এলাকার মসজিদে জুমার জামাতে মুসল্লির সংখ্যা কম ছিল। ইজতেমা মাঠে জুমার জামাত সুবিশাল প্যান্ডেলের গন্ডি ছাড়িয়ে বিস্তৃতি লাভ করে চারপাশে। সকাল থেকেই মাঠ উপচে আশপাশের খোলা জায়গাসহ সব স্থান পরিণত হয় জনসমুদ্রে। মাঠে স্থান না পেয়ে অনেকে মহাসড়ক ও অলি-গলিসহ যে যেখানে পেরেছেন পাটি, চটের বস্তা, খবরের কাগজ বিছিয়ে জুমার নামাজে শরিক হয়েছেন। ফলে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে বেশ কিছুক্ষণের জন্য যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।
আজ শুক্রবার বাদ ফজর পাকিস্থানের মাওলানা জিয়াউল হকের আ’ম বয়ানের মধ্য দিয়ে ইজতেমার মূল আনুষ্ঠানিকতা শুরু হলেও গতকাল বৃহস্পতিবার বাদ মাগরিব ভারতের মাওলানা ইব্রাহিম দেওলার বয়ানের মাধ্যমে অনানুষ্ঠানিকভাবে শুরু হয় ইজতেমা। শুক্রবার বাদ জুমা বয়ান করেন জর্ডানের মাওলানা শেখ উমর খতিব। বাদ আসর বয়ান করবেন মাওলানা জুবায়ের। বাদ মাগরিব বয়ান করবেন ভারতের মাওলানা আহমেদ লাট।
সংশ্লিষ্টরা জানান, বুধবার দুপুর থেকেই জামাতবদ্ধ হয়ে মুসল্লিরা ইজতেমায় আসতে শুরু করেন। ঢাকার একাংশসহ ৪২টি জেলাসহ বিদেশ থেকে আসা ধর্মপ্রাণ মানুষ নির্ধারিত খিত্তায় অবস্থান নিয়ে বয়ান, কারগুজারি, তাশকিল, তালিম, কুরআন তেলাওয়াত, জিকির-আসকার ও ইবাদত-বন্দেগিতে মশগুল রয়েছেন। দেশি-বিদেশি ইসলামি চিন্তাবিদ ও ওলামায়ে কেরামরা ছয় উসুল যথা-ঈমান, নামাজ, এলেম ও জিকির, ইকরামুল মুসলিমীন, তাসহীহে নিয়ত, দাওয়াত ও তাবলিগ সম্পর্কে বিভিন্ন দিক-নির্দেশনামূলক মূল্যবান বয়ান করছেন। মূল বয়ান সঙ্গে সঙ্গে বিভিন্ন ভাষাভাষী মুসল্লিদের মাঝে স্ব স্ব ভাষায় ভাষান্তর করা হচ্ছে।
ময়দানে বিদেশি মুসল্লি : গতকাল পর্যন্ত ভারত, পাকিস্থান, আফগানিস্থান, অস্ট্রেলিয়া, কানাডা, ইথিওপিয়া, ওমান, সৌদিআরব, ইয়েমেন, কিরগিজস্থান, দক্ষিণ আফ্রিকা, থাইল্যান্ড, ফ্রান্স, জাপান, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, যুক্তরাজ্য, আলজেরিয়া, মিসর, সিঙ্গাপুর, জর্ডানসহ বিশ্বের ৪২টি দেশের প্রায় ১ হাজার ২২৫ জন বিদেশি মেহমান ইজতেমায় অংশ নিয়েছেন। এর মধ্যে ৩৭৫ জন প্রবাসী বাংলাদেশি রয়েছেন বলে ইজতেমা ময়দানে বিদেশি নিবাসে দায়িত্বরত সরকারি সূত্রে জানা গেছে।
অবৈধ দোকানপাটের ছড়াছড়ি : ইজতেমা মাঠের আশপাশে গজিয়ে উঠেছে হাজারো দোকানপাট ও ব্যবসা প্রতিষ্ঠান। স্থানীয় রাজনৈতিক দলের নেতাদের ছত্রছায়ায় ভিট ভাড়ার নামে টঙ্গী বাজার, হোন্ডারোড, কামার পাড়া, স্টেশন রোড, আব্দুল্লাহপুর, স্লুইসগেট এলাকায় ব্যাঙের ছাতার মতো এসব অবৈধ ব্যবসা প্রতিষ্ঠান বসানো হয়েছে বলে অভিযোগ উঠেছে।
গতকাল দুপুরে ইজতেমা ময়দানে গিয়ে দেখা গেছে, ময়দানের বেশিরভাগ অংশ মুসল্লিতে পরিপূর্ণ হয়ে যায়। গতকালও দেশ-বিদেশের বিভিন্ন স্থান থেকে দল বেঁধে মুসল্লিরা আসেন ইজতেমা ময়দানে। ইজতেমায় আসা সব মুসল্লি তাদের নিজ নিজ দলের আমিরের মাধ্যমে ইজতেমার যাবতীয় ইমান, আদব, আখলাক ও শৃঙ্খলা নিয়ে কথা বলেন। ইজতেমায় তাদের দলের সদস্যদের কার কী কাজ, কে কী দায়িত্ব পালন করবেন, তা ভাগ করে দেওয়া হয়।
ইজতেমায় আগত মুসল্লিদের মধ্যে পেটের পীড়া,শ^াসকষ্ঠসহ বিভিন্ন রোগের প্রার্দুভাব দেখা গেছে। গতকাল পর্ষন্ত টঙ্গী আহসান উল্লা মাষ্টার হাসপাতাল সহ বিভিন্ন স্বেচ্ছসেবী চিকিৎসা কেন্দ্রে কয়েক হাজার অসুস্থ্যদের চিকিৎসা নিতে দেখা যায়।
মৃত্যু: বিশ্ব ইজতেমায় আব্দুল কুদ্দুস গাজী (৬০)নামের ১ জন মুসল্লির মৃত্যু হয়েছে। তার বাবার নাম:লোকমান হোসেন গাজী তার বাড়ী- ডুমুরিয়া বাজার, ডুমুরিয়া, খুলনা।
সিটি করপোরেশনের কার্যক্রম : গাজীপুর সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা এএসএম সফিউল আজম জানান, ইজতেমা মাঠের অভ্যন্তরে বেশ কিছু রাস্তা তৈরি ও প্রশস্ত করা হয়েছে। সরকারি বিভিন্ন সংস্থার জন্য প্যান্ডেল, ওয়াচ টাওয়ার স্থাপন করা হয়েছে। প্রতিদিন বিশ্ব ইজতেমায় আসা মুসল্লিদের অজু, গোসল, পয়ঃনিষ্কাশন ও সুপেয় পানি সরবরাহের জন্য ইজতেমা মাঠে স্থাপিত গভীর নলকূপ দ্বারা পাইপলাইনের মাধ্যমে পানি সরবরাহ ও দিনরাত বর্জ্য অপসারণ করা হবে। মশা নিয়ন্ত্রণে ইজতেমা মাঠের চাহিদা অনুযায়ী ফগার মেশিনও দেওয়া হয়েছে। বৈদ্যুতিক কেবল ও লাইট সরবরাহ করা হয়েছে। বর্জ্য ব্যবস্থাপনায় পর্যাপ্তসংখ্যক লোকবল ও যানবাহন বরাদ্দ দেওয়া হয়েছে। এবার ইজতেমায় আসা বিদেশি মুসল্লিদের বাসস্থান নির্মাণের জন্য দেড় হাজার বান্ডেল ঢেউটিন প্রদান করা হয়েছে।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here