
মো.হেলাল উদ্দিন মোল্লা : ধন্যবাদ, পুলিশ সুপার গাজীপুর। গাজীপুরের প্রকৃত অবস্থা তুলে ধরেছেন। যতদিন দেশ লকডাউন থাকবে কোন অবস্থাতেই গার্মেন্টস খুলতে দেওয়া উচিৎ হবেনা। আগামী ২৬ এপ্রিল থেকেই নানান অজুহাত দেখিয়ে গার্মেন্টস খুলে দেওয়ার চেষ্টা চলছে। ফলে পোশাক শ্রমিকদের আরেক দফা এতদঞ্চলে প্রবেশ করানোর বিষয়ে কথা হচ্ছে শুনতে পাচ্ছি।
গাজীপুরবাসি আওয়াজ তুলুন এরূপ আত্বঘাতী পদক্ষেপ আমাদেরকে আরও ভয়াবহ বিপর্যয়ের মুখোমুখি দাড় করাবে।পুলিশ আর্মি সহ অন্যান্য বিভিন্ন সংস্থা সারাক্ষণ আক্রান্তের ঝুকি মাথায় নিয়ে নিরলস পরিশ্রম করেও বিশাল জনগোষ্ঠীর এই গাজীপুরে সোশ্যাল ডিসট্যান্সিং পুরোপুরি মানাতে পারছেন না। তার উপর বিভিন্ন জেলা থেকে অবশিষ্ট পোষাক শ্রমিকরা চলে আসলে এখানকার করোনা স্বাস্থ্যবিধি একেবারেই ভেংগে পড়বে।
মাননীয় প্রধানমন্ত্রী, গাজীপুরবাসী বিপদগ্রস্থ। আপনি এ ধরনের সিদ্ধান্তে সায় দিবেন না, প্লিজ। আমরা আপনার দিকে তাকিয়ে আছি।
হে পরোয়ারদেগার, গাজীপুর তথা দেশবাসী সহ মানবজাতিকে আপনি রক্ষা করুন।
আমিন।
লেখক:-মো.হেলাল উদ্দিন মোল্লা
সহকারী প্রধান শিক্ষক
শহীদ স্মৃতি উচ্চ বিদ্যালয় টঙ্গীর।
