মানবাধিকার সুনিশ্চিত করতে সকলকে স্বীয় দায়িত্ব সততা ও নিষ্ঠার সাথে পালন করতে হবে……. লায়ন গনি মিয়া বাবুল

0
124
728×90 Banner

ডেইলি গাজীপুর প্রতিবেদক : বঙ্গবন্ধু গবেষণা পরিষদের কেন্দ্রীয় সভাপতি লায়ন মোঃ গনি মিয়া বাবুল বলছেন, সর্বস্তরে মানবাধিকার সুনিশ্চিত করতে সকলকে স্বীয় দায়িত্ব সততা ও নিষ্ঠার সাথে পালন করতে হবে। মানবাধিকার বিরোধী কার্যক্রম সম্পর্কে সবাইকে সচেতন থাকতে হবে, সকল অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে সর্বদা সোচ্ছার থাকতে হবে। সকলের সাংবিধানিক ও আইনগত অধিকার সুনিশ্চিত করার জন্যে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে। মানুষের মানবিক গুণাবলি বিকশিত ও প্রসারিত করতে বাঙালির নিজস্ব ভাষা ও সাংস্কৃতির আলোকে সাহিত্য চর্চা বাড়াতে হবে। তিনি আরো বলেন, দেশে সুদৃঢ় গণতন্ত্র মানবাধিকার ও সুশাসন প্রতিষ্ঠা করতে সকলকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।
বিশ^ মানবাধিকার দিবস- ২০২১ ও আন্তর্জাতিক সম্প্রচার দিবস- ২০২১ উপলক্ষে এশিয়া ছিন্নমূল মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশনের উদ্যোগে ১০ ডিসেম্বর সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত সমাবেশ ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সংগঠনের চেয়ারম্যান মোঃ দুলাল মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, রুর‌্যাল জার্নালিষ্ট ফাউন্ডেশন (আরজেএফ) এর চেয়ারম্যান এস.এম জহিরুল ইসলাম, জাতীয় সাংবাদিক সংস্থার মহাসচিব মোঃ আবুল বাসার মজুমদার, দৈনিক বিশ্লেষণ পত্রিকার সম্পাদক মোঃ দেলোয়ার হোসেন ভূঁইয়া, আইরিন আক্তার প্রমুখ।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here