মান্দায় ঋষিপল্লিতে মাদকবিরোধী সমাবেশ

0
186
728×90 Banner

অসীম কুমার দাস (মান্দা প্রতিনিধি) : নওগাঁর মান্দায় ‘শ্রীরামপুর যুব উন্নয়ন ক্লাব’ নামে স্বেচ্ছাসেবী একটি সংগঠনের ব্যানারে মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বেলা ১২টার দিকে সতিহাট ঋষিপল্লির মন্দির চত্বরে এ সমাবেশের আয়োজন করে সংগঠনটি।
সংগঠনের সভাপতি মিলন চন্দ্র মন্ডলের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন সংগঠনের উপদেষ্টা রবিন চন্দ্র মন্ডল, সংগঠনের সাধারণ সম্পাদক লক্ষণ চন্দ্র মন্ডল, ঋষিপল্লির বাসিন্দা গোপাল চন্দ্র মন্ডল, রতন চন্দ্র মন্ডল, হরিপদ ঋষি, গৌরী ঋষি ও ললিতা রানী ঋষি।
সমাবেশে বক্তারা অভিযোগ করে বলেন, দীর্ঘদিন ঋষিপল্লিতে চোলাইমদ তৈরি, বিক্রি ও সেবন বন্ধ ছিল। হঠাৎ করে পল্লির চিহ্নিত কিছু মাদক ব্যবসায়ী গাঁজা, হেরোইন ও ইয়াবা ট্যাবলেট বিক্রি শুরু করে। এতে করে এ পল্লিতে আবারো মাদকসেবীদের আনাগোনা শুরু হয়। এর প্রতিবাদ করায় মাদকবিরোধী সংগঠনের সদস্যদের বিভিন্নভাবে হুমকি দিতে শুরু করেন মাদক ব্যবসায়ীরা। মাদক বেচাকেনা নির্বিঘœ করতে এরইমধ্যে একটি কিশোর গ্যাং তৈরি করেছে চক্রটি।
সংগঠনের উপদেষ্টা রবিন চন্দ্র মন্ডল বলেন, এ পল্লির অনেক বাসিন্দা মাদক ব্যবসা ছেড়ে দিয়ে বিভিন্ন পেশায় জীবিকা নির্বাহ করছেন। ঋষিপল্লিকে মাদকমুক্ত রাখতে এরইমধ্যে মাদক ব্যবসায়ীদের একটি তালিকা প্রশাসনের বিভিন্ন দপ্তরে পাঠানো হয়েছে। এ কাজে প্রশাসনের সার্বিক সহযোগিতা কামনা করেন তিনি।
উল্লেখ্য, মান্দা উপজেলার সতিহাট ঋষিপল্লিকে মাদকমুক্ত করতে ২০১৬ সালে মান্দা থানার তৎকালিন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেনের সহযোগিতায় মাদকবিরোধী একটি সংগঠন তৈরি করা হয়। এ সংগঠনের সদস্যদের তৎপরতায় দীর্ঘদিন মাদকমুক্ত ছিল পল্লিটি। সম্প্রতি ওই পল্লির কিছু লোকজন আবারো মাদক বিক্রিতে সক্রিয় হয়ে ওঠে।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here