রাজধানীতে বাস ডাকাতির ঘটনায় ডাকাত দলের ৭ সদস্য গ্রেফতার

0
111
728×90 Banner

এস,এম,মনির হোসেন জীবন : রাজধানীর আদাবর থানার শ্যামলী এলাকায় অভিযান চালিয়ে যাত্রী বেশে এ কে ট্রাভেলসের একটি বাসে ডাকাতির ঘটনায় ডাকাত দলের ৭ সদস্যকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা তেজগাঁও বিভাগ।
গোয়েন্দা তেজগাঁও বিভাগের অতিরিক্ত-উপ পুলিশ কমিশনার মোঃ আনিচ উদ্দীন আজ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, গ্রেফতারকৃতরা হচেছ- মোঃ ফকরুল কবির শান্ত (২৩), মোঃ রফিক (২৬), মোঃ রিয়াজ (২৪), মোঃ রাসেল (২৭), মোঃ শাহজামাল (৩০), হারুন অর রশীদ (২৩) ও মোঃ হুমায়ন কবির (২৫)।
এসময় তাদের নিকট থেকে ডাকাতি কাজে ব্যবহৃত ৩টি ছুরি, ৩টি চাপাতি, ১টি সুইচ গিয়ার, ২টি ওয়াকিটকি এবং লুন্ঠিত নগদ ৬ হাজার টাকা ও ১০টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
এদিকে, ডিএমপি’র এক সংবাদ বিঞ্জপ্তিতে আজ জানানো হয়, গত ১৯ ডিসেম্বর, ২০২০ রাতে রাজধানীর শ্যামলী থানা এলাকায় এ কে ট্রাভেলসের একটি বাসে যাত্রী বেশে উঠে একদল ডাকাত। বাসে উঠেই ডাকাত দল প্রথমে বাসের ড্রাইভার, সুপারভাইজার ও হেলপারের হাত, পা ও মুখ বেঁধে ফেলে। এরপর ডাকাতদের একজন গাড়িটি চালাতে থাকে। তারা বাড্ডা ও কুড়িলসহ ঢাকা শহরের বিভিন্ন এলাকায় বাস নিয়ে ঘুরে ঘুরে যাত্রী উঠায়। বাসে উঠার পর দেশিয় অস্ত্রের ভয় দেখিয়ে যাত্রীদের কাছে থাকা টাকা, মোবাইল ফোনসহ মূল্যবান জিনিসপত্র ছিনিয়ে নেয়। সকাল হয়ে গেলে খিলক্ষেত এলাকায় রাস্তার পাশে বাসটি থামিয়ে ডাকাত দল পালিয়ে যায়। এ ঘটনায় গত ২০ ডিসেম্বর আদাবর থানায় একটি মামলা রুজু করা হয়।
এতে আরও বলা হয়, মামলাটি থানা পুলিশের পাশাপাশি গোয়েন্দা-তেজগাঁও বিভাগের মোহাম্মদপুর জোনাল টিম তদন্ত শুরু করে। গোয়েন্দা বিভাগের এ টিমের সদস্যরা রাজধানীর মোহাম্মদপুর, মিরপুর, সাভার ও গাবতলীসহ ঢাকা শহরের বিভিন্ন স্থানে পৃথক অভিযান চালিয়ে ঘটনায় জড়িত ডাকাত দলের সাত সদস্যকে গ্রেফতার করে।
গোয়েন্দা পুলিশের এ কর্মকর্তা জানান, গ্রেফতারকৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে ডাকাতির সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে। তাদের প্রত্যেকের নামে দেশের বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। এ চক্রের অন্যান্য সদস্যদের গ্রেফতারের অভিযান অব্যাহত আছে।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here