রাজধানীতে ৫৬ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক,প্রাইভেটকার জব্দ

0
255
728×90 Banner

এস,এম,মনির হোসেন জীবন : রাজধানীর তেজগাঁও থানা এলাকায় একটি প্রাইভেটকারে তল্লাশী চালিয়ে ৫৬ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা উত্তর বিভাগ। গ্রেফতারকৃতের নাম- মোঃ জাকির শেখ (২৬)। এ সময় তার কাছ থেকে ৫৬ কেজি গাঁজাসহ একটি প্রাইভেটকার উদ্ধার করা হয়। জব্দকৃত গাঁজার মূল্য প্রায় ৫ লাখ ৬০ হাজার টাকা।
ঢাকা মেট্রোপলিটন পুলিশ, ঢাকা, মিডিয়া এন্ড পাবলিক রিলেশনস বিভাগ উপ-পুলিশ কমিশনার (ডিসি) মোঃ মাসুদুর রহমান পিপিএম আজ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
বৃহস্পতিবার দিবাগত রাত রাজধানীর তেজগাঁও থানাধীন কাজী নজরুল ইসলাম এভিনিউ ৭/৬/এ বাবুল টাওয়ারের গিভেন্সি ইন্টারন্যাশনাল হোটেনে সামনে এঘটনা ঘটে।
ডিবি উত্তর সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দিবাগত রাত ৮টার দিকে ডিএমপি’র গোয়েন্দা (উত্তর) বিভাগের বিমান বন্দর জোনাল টিমের একটি দল রাজধানীর তেজগাঁও থানাধীন কাজী নজরুল ইসলাম এভিনিউ ৭/৬/এ বাবুল টাওয়ারের গিভেন্সি ইন্টারন্যাশনাল হোটেনে সামনে গোপনে অভিযান চালায়। এসময় ডিবি পুলিশ একটি প্রাইভেটকারে তল্লাশী চালিয়ে তার ভেতর থেকে ৫৬ কেজি গাঁজা উদ্বার করে। এসময় গাঁজাবহনকারী প্রাইভেটকারটি ও পুলিশ জব্দ করেছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গাঁজা ব্যবসায়ী মোঃ জাকির শেখ গোয়েন্দা পুলিশকে জানান, সে প্রাইভেটকার যোগে গাঁজা সংগ্রহ করে রাজধানীর তেজগাঁও, সাভারসহ ঢাকা শহরের বিভিন্ন জায়গায় বিক্রি করত। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে একজন মাদক ব্যবসায়ী বলে স্বীকার করেছে। এ ব্যাপারে তেজগাঁও থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
উল্লেখ্য যে, এর আগে গত ২৭ আগস্ট রাতে রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল থানার বিএসটিআই মোড় এলাকায় গোয়েন্দা উত্তর বিভাগের অবৈধ মাদকদ্রব্য উদ্ধার ও প্রতিরোধ টিমের সদস্য অভিযান চালিয়ে ৫০ কেজি গাঁজা সহ মো: খোকন (৫২) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। জব্দকৃত গাঁজার মূল্য প্রায় ৫ লাখ টাকা।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে খোকন পুলিশকে জানায়, সে ব্রাহ্মনবাড়িয়া জেলার সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে ঢাকা শহরের বিভিন্ন এলাকায় বিক্রয় করত। তার বিরুদ্ধে তেজগাঁও শিল্পাঞ্চল থানায় সাদক আইনে একটি মামলা রুজু করা হয়েছে।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here