রাজধানীর আব্দুল্লাপুরে আধুনিক মেডিকেল ইনস্টিটিউটে শিক্ষার্থীদের নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান

0
305
728×90 Banner

ডেইলি গাজীপুর প্রতিবেদক : রাজধানীর আব্দুল্লাহপুরে উত্তরা আধুনিক মেডিকেল ইনস্টিটিউটের ১০ বছর পূর্তি উপলক্ষে গত শনিবার শিক্ষার্থীদের নবীনবরণ ও এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। নার্সেস বিভাগ আয়োজিত প্রতিষ্ঠানের সভাপতি মো: নাসির উদ্দিনের সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিনসিন জাপান হাসপাতালের সহ মহাব্যবস্থাপক জায়েদুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইউনিভার্সিটি অব কুমিল্লা মেডিক্যাল এর মেকানিক্যাল বিভাগের চেয়ারম্যান আব্দুল মালেক, জাতীয় সাংবাদিক সোসাইটির গাজীপুর জেলার সভাপতি সাংবাদিক মো: আমির আলী। মুখ্য আলোচক হিসেবে দিকনির্দেশনামূলক আলোচনা করেন প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ডা: মো: আফতাবউদ্দিন আহম্মেদ। অনুষ্ঠানে বক্তব্য রাখেন, প্রতিষ্ঠানের শিক্ষক আব্দুল্লাহ আল মারুফ, ডা: তানিয়া ইসলাম, মোসা: সালেহা আক্তার রুমা, মো: আকাশ ও মোসা: রেজিয়ানা বেগম।
শিক্ষার জন্য এসো সেবার জন্য বেরিয়ে যাও এই প্রতিপাদ্যকে সামনে রেখে বক্তারা নার্সিং এর সকল শিক্ষার্থীদের নিজ নিজ কর্মের প্রতি শ্রদ্ধাশীল ও মনোযোগী হওয়ার আহŸান জানান। এরই মধ্যে সকল নবীন শিক্ষার্থীদের সানন্দে বরণ করে নেয়া হয়। তারপর এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here