
মোঃরফিকুল ইসলাম মিঠুঃ বর্তমান সময়ে কিশোর গ্যাং তথা গ্যাং কালচার এবং উঠতি বয়সি ছেলেদের মাঝে ক্ষমতা বিস্তারকে কেন্দ্র করে এক গ্রুপের সাথে অন্য গ্রুপের মারামারি করা বহুল আলোচিত ঘটনায় পরিনত হয়েছে। গ্যাং সদস্যরা এলাকায় নিজেদের অস্তিত্ব জাহির করার জন্য উচ্চ শব্দে গান বাজিয়ে দল বেধে ঘুরে বেড়ায়, বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালায়, পথচারীদের উত্ত্যক্ত করে এবং ছোট খাট বিষয় নিয়ে সাধারণ মানুষের উপর চড়াও হয়ে মারামারি-খুনোখুনি করে। এছাড়াও তারা নিজেদের আধিপত্য ধরে রাখার জন্য একই এলাকায় অন্যান্য গ্রুপের সাথে প্রায় সময়ই কোন্দলে লিপ্ত থাকে। এই বিষয়টিকে তারা তাদের ক্ষমতা হিসেবে ভাবে এবং কোন ঘটনায় কেউ কোন প্রতিবাদ করলেও ক্ষমতা জাহির করতে মারামারি করা সহ অনেক সময় খুন করতেও দ্বিধাবোধ করে না।
র্যাব-১ এর গোয়েন্দা অনুসন্ধানে রাজধানীর উত্তরা এলাকায় আধিপত্য বিস্তারকারী ‘বিগ বস গ্রুপ’, ‘ডেঞ্জার সেভেন গ্রুপ’, ‘কাটার গ্রুপ’, ‘হৃদয় গ্রুপ’, ‘নন স্টপ ড্যান্স গ্রুপ’ নামক বেশ কয়েকটি কিশোর গ্যাং এর তথ্য পাওয়া যায়। জানা যায় যে, এই গ্রুপ গুলো উত্তরা এলাকায় দীর্ঘদিন যাবৎ আধিপত্য বিস্তার করে আসছে। তারা মাদক সেবন, স্কুল-কলেজে বুলিং, র্যাগিং, ইভটিজিং, ছিনতাই, ডাকাতি, সামাজিক যোগাযোগ মাধ্যমে অশ্লীল ভিডিও শেয়ারসহ নানাবিধ অনৈতিক কাজে লিপ্ত, যা আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে নিশ্চিত ক্ষতির মুখে ধাবিত করছে। এরই প্রেক্ষিতে কিশোর গ্যাং এর বিপথগামী সদস্যদের আইনের আওতায় আনতে র্যাব-১ সাস্প্রতিক সময়ে গোয়েন্দা নজরদারী বৃদ্ধি করে।
র্যাব-১ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, ডিএমপি, ঢাকার উত্তরা পূর্ব থানাধীন আইচি হাসপাতালের সামনে কতিপয় কিশোর গ্যাং সদস্যরা ছুরি, চাকু, চাপাতি, মোটর সাইকেলের চেইন ইত্যাদি দেশীয় অস্ত্র নিয়ে ঘোরাফেরা করছে। র্যাব-১ এর আভিযানিক দলটি ২৬ জুন ২০২১ ইং তারিখ ঢাকার উত্তরা পূর্ব থানাধীন আইচি হাসপাতাল এর পূর্ব পাশের পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে ডাকাতির প্রস্তুতিকালে কিশোর গ্যাং ‘বিগ বস’ গ্রুপের সক্রিয় সদস্য বাহা উদ্দিন হাসান শাওন (২০), , মোঃ শাকিল (২০), মোঃ রিফাত হোসেন (২১) আব্দুল আহাল মামুন (২৫), মোঃ সাইফুল ইসলাম , এবং মোঃ রাব্বী (১৮), , ’দেরকে গ্রেফতার করে। এসময় ধৃত আসামীদের নিকট হতে ০১ টি রামদা, ০১ টি দেশীয় তৈরী চায়নিজ কুড়াল, ০১ টি ছোরা, ০৩ টি চেতনানাশক মলম, ০৪ টি মোবাইল ফোন উদ্বার করা হয়।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।
