

মোঃ শাহজালাল দেওয়ান:রামপুরা ,ঢাকা: বিএনপি ঘোষিত রাষ্ট্র মেরামতের ৩১ দফা রুপরেখা নিয়ে ঢাকা মহানগর উত্তর রামপুরা থানা বিএনপি উদ্যোগে সংবিধান ও রাষ্ট্র ব্যবস্থার গণতান্ত্রিক সংস্কার এবং অর্থনৈতিক মুক্তির লক্ষ্যে কর্মশালা ও কর্মীসমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
গতকার বুধবার রাজধানী রামপুরা হাজিপাড়া এলাকায় কর্মীসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির ক্ষুদ্র ঋণ বিষয়ক সম্পাদক ড এম এ কাইয়ুম। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব মোস্তফা জামান। প্রধান অতিথি আমিনুল হক বলেন, ‘শেখ হাসিনার বিচারের সঙ্গে জাতীয় নির্বাচনের কোনও সম্পর্ক নাই। সংস্কারের নাম করে কোনও অবস্থাতেই নির্বাচনী ব্যবস্থাকে পেছানোর সুযোগ নেই। ভুল পথে গেলে বাংলাদেশের জনগণ কাউকে ক্ষমা করবে না। স্বৈরাচারের মতো অবস্থায় পড়তে হবে।
দেশকে স্থিতিশীল করতে হলে নির্বাচনের বিকল্প নেই মন্তব্য করে তিনি বলেন, ‘দেশে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের ভোটে নির্বাচিত সরকারই শেখ হাসিনাসহ তার দোসরদের বিচারের আওতায় আনতে সক্ষম হবে এবং নির্বাচিত সরকারই দেশে পরিপূর্ণ গণতন্ত্র প্রতিষ্ঠা করতে পারবে।
রামপুরা থানা বিএনপির আহ্বায়ক হেলাল কবির হেলুর সভাপতিত্বে ও যুগ্ম আহ্বায়ক রেজাউল করিমের সঞ্চালনায় কর্মশালায় আরও বক্তব্য রাখেন মহানগর উত্তর বিএনপি যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান সেগুন, এসএম জাহাঙ্গীর হোসেন, ফেরদৌসী আহমেদ মিষ্টি, এবিএমএ রাজ্জাক, আকতার হোসেন, আতাউর রহমান, গাজী রেজাউনুল হোসেন রিয়াজ, এম কফিল উদ্দিন আহমেদ, হাজী মো. ইউসুফ, আফাজ উদ্দীন, তহিরুল ইসলাম, শাহআলম, মাহাবুব আলম মন্টু, মহানগর সদস্য এজিএম শামসুল হক, সোহেল রানা ভুইয়া,আ: হাসান। এছাড়াো আরও উপস্থিত ছিলেন রামপুরা থানা যুবদলের সাবেক প্রতিষ্ঠাতা সাধারন সম্পাদক আতাউর রহমান। বাড্ডা থানা বিএনপি নেতা খায়রুল ইসলাম,যুবদল নেতা বাবুল হোসেন, তুরাগ থানা বিএনপির আহবাযক সদস্য আব্দুল আলী সহ বিএনপি এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
