লালপুরে আরো একজনসহ করোনায় আক্রান্ত-৩

0
156
728×90 Banner

সালাহ উদ্দিন, লালপুর (নাটোর), নাটোরের লালপুর উপজেলায় আরো এক জন করোনা রোগী শনাক্ত হয়েছে। এনিয়ে লালপুর উপজেলায় একজন মেডিকেল স্টাফসহ মোট ৩জন করোনায় আক্রান্ত হলেন।
মঙ্গলবার (১২ মে) রাত ৮টার সময় লালপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাক্তার আমিনুল ইসলাম সত্যতা নিশ্চিত করে জানান, ‘মোবাইল বার্তায় তাকে করোনা পজেটিভের খবর জানানো হয়েছে। ইমেইলের অপেক্ষ করছি ইমেইল পেলে বিস্তারিত বলা যাবে বলে তিনি জানান। তবে আক্রান্ত ব্যাক্তি একজন পুরুষ, তার বয়স (৩০) বছর।’ তিনি আরো জানান, ‘এপর্যন্ত উপজেলায় মোট ১৭১জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে এর মধ্যে ৩জনের রিপোর্ট পজেটিভ ও ৬৮জনের রিপোর্ট নেগেটিভ এসেছে। অবশিষ্ট ১০০জনের রিপোর্ট এখন পর্যন্ত পেন্ডিং আছে।’
লালপুর উপজেলা নির্বাহী অফিসার উম্মুল বানীন দ্যুতি সত্যতা নিশ্চিত করেছেন।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here