শেখ মনির জন্মদিনে গাজীপুরে যুবলীগের দোয়া ও শীতবস্ত্র বিতরণ

0
98
728×90 Banner

ডেইলি গাজীপুর প্রতিবেদক : মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহীদ শেখ ফজলুল হক মনির ৮৪তম জন্মদিন উপলক্ষে গাজীপুরের চান্দনা চৌরাস্তা কেন্দ্রীয় জামে মসজিদে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।
রোববার (৪ ডিসেম্বর) জোহর নামাজের পর গাজীপুর মহানগর যুবলীগের উদ্যোগে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।
দোয়া মাহফিলে গাজীপুর মহানগর যুবলীগের প্রতিষ্ঠাত আহবায়ক মো. কামরূল আহসান সরকার রাসেল প্রধান অতিথি হিসেবে দোয়ায় শরিক হন। দোয়ায় মহানগর যুবলীগের নেতৃবৃন্দ ছাড়াও মুসল্লিগন অংশ নেয়। দোয়া শেষে মিষ্টি বিতরণ করা হয়।
একইদিন বিকালে মহানগরের পোড়াবাড়ি এলাকায় যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহীদ শেখ ফজলুল হক মনির ৮৪তম জন্মদিন উপলক্ষে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন মহানগর যুবলীগের আহবায়ক কামরুল আহসান সরকার রাসেল।
এসময় উপস্থিত ছিলেন যুগ্ম আহবায়ক সুমন আহমেদ শান্ত বাবু, সদস্য আমান উদ্দিন সরকার, শেখ আব্দুল হালিম, আতিকুর রহমান খান রাহাত, মো. রবি প্রমূখ।

 

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here