
ডেইলি গাজীপুর ডেস্ক: এক সময়ের জাসদ-ফ্রিডম পার্টি করে বর্তমানে ঝিনাইগাতী উপজেলা আওয়ামী লীগের সভাপতি পদ বাগিয়ে নিয়েছেন দলের মধ্যে বিতর্কিত এস এম এ ওয়ারেজ নাইম। শেরপুর সরকারী কলেজ ছাত্রলীগের সম্পাদক আশীষ দত্ত ভোলা হত্যা মামলায় জেল ভোগকারী খুনী নাইম রাতের আঁধারে কালো টাকা ছিটিয়ে তৃণমুলের ভোট কিনে রাতারাতি সভাপতি পদটি বাগিয়ে নিতে সক্ষম হয়। ফ্রিডম পার্টির ” মহামুক্তির মহান দিবস,ঐতিহাসিক ১৫ আগষ্ট” পোস্টার লাগানোর সময় ছাত্রলীগের হাতে শহরের খরমপুর মোড়ে গণপিটুনী শিকার হয়। বিগত ১/১১ এর সময় শেরপুর শহরে সেনাবাহিনীর গাড়ীতে চড়ে নাইম সাহেব মাইনাস টু ফরমুলা বাস্তবায়নে অগ্রণী ভুমিকা পালন করেন। নাইম দলে এসেই বিতর্কিত কর্মকান্ডের মাধ্যমে বিশৃংখলা সৃষ্টি করে পুর্বের উপজেলা কমিটির ৬৭ সদস্যের মধ্যে ৫৪ জন ত্যাগী নেতাকে বাদ দিয়ে দলকে খন্ড-বিখন্ড করে ফেলেছেন।
শালচুড়া গ্রামের আইয়ুব আলী ফর্সা বিএনপি থেকে আওয়ামী লীগে যোগদান না করলেও নৌকা প্রতীক নিয়ে নলকুড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন এবং নাইম সাহেব তাকে উপজেলা আওয়ামী লীগের সদস্য পদ দিয়েছেন।
আওয়ামী লীগে যোগদান করেই নৌকা প্রতীক নিয়ে কাংশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন এবং নাইম সাহেব তাকে উপজেলা আওয়ামী লীগের সদস্য পদ দিয়েছেন।
ঝিনাইগাতী ইউনিয়ন যুব দলের সভাপতি বিএনপি পরিবারের আমিরুল ইসলামকে নাইম সাহেব উপজেলা তাঁতী লীগের আহ্বায়ক বানিয়েছেন।
ঝিনাইগাতী উপজেলা বিএনপির ধর্ম সম্পাদক আলহাজ খলিলুর রহমান আওয়ামী লীগে যোগদান না করলেও নাইম সাহেব তাকে উপজেলা আওয়ামী লীগের সদস্য পদ দিয়েছেন।
গৌরিপুর ইউনিয়ন বিএনপির নেতা জয়নাল আবদীন মেম্বার আওয়ামী লীগে যোগদান না করলেও তাকে নাইম সাহেব উপজেলা আওয়ামী লীগের সদস্য পদ দিয়েছেন।
বিএনপি থেকে পদত্যাগ না করার পরও মফিজুল হক নাইনটুকে নাইম সাহেব উপজেলা আওয়ামী লীগের সদস্য পদ দিয়েছেন।
ডাকাতি ও খুন মামলার যাবজ্জীবন কারাভোগকারী দাগী আসামী প্রতাবনগর গ্রামের ওমর আলীকে নাইম সাহেব উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও জেলা আওয়ামী লীগের সদস্য পদ দিয়েছেন।
দিঘীরপাড় ওয়ার্ড যুবদলের সভাপতি দেলোয়ার হোসেন কোহিনুর দলে যোগদান না করার পরও নাইম সাহেব তাকে উপজেলা মৎস্যজীবি লীগের আহ্বায়ক পদ দিয়েছেন।
রাংটিয়া গ্রামের বিএনপি পরিবারের সদস্য হেকিম মিয়া দলে যোগদান না করলেও নাইম সাহেব তাকে উপজেলা আওয়ামী লীগের সদস্য পদ দিয়েছেন।
জুলগাও ওয়ার্ড বিএনপির নেতা আনোয়ার হোসেন সানুকে দলে যোগদান না করিয়ে নাইম সাহেব সরাসরি উপজেলা আওয়ামী লীগের সদস্য পদ দিয়েছেন।
মারুয়াপাড়া গ্রামের জাতীয় পার্টির নেতা আলহাজ আব্দুল গণিকে দলে যোগদান ছাড়াই নাইম সাহেব তাকে উপজেলা আওয়ামী লীগের সদস্য পদ দিয়েছেন।
মানিককুড়া গ্রামের লোকমান হোসেনকে দলে যোগদান ছাড়াই নাইম সাহেব তাকে উপজেলা আওয়ামী লীগের সদস্য পদ দিয়েছেন।
কাংশা ইউনিয়ন যুব দলের সহসভাপতি আব্দুর রউফ কে দলে যোগদান ছাড়াই নাইম সাহেব তাকে উপজেলা আওয়ামী লীগের সদস্য পদ দিয়েছেন।
কাংশা ইউনিয়ন ছাত্র দলের সহসভাপতি কাবুল মিয়াকে দলে যোগদান ছাড়াই নাইম সাহেব তাকে ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি পদ দিয়েছেন।
জামাতে ইসলামীর সদস্য ঘাগড়া দরগাহ পাড়া গ্রামের মোঃ দুদু মিয়াকে যোগদান ছাড়াই নাইম সাহেব ওই ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি পদ দিয়েছেন।
ঝিনাইগাতী গ্রামের বিএনপি পরিবারের সদস্য ও ৭১ এর আল বদর বাহিনীর সদস্যের ভাই মজিবর রহমানকে যোগদান ছাড়াই উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক পদ দিয়েছেন।
ভারুয়া গ্রামের বিএনপি পরিবারের সদস্য মজিবর রহমানকে যোগদান ছাড়াই নাইম সাহেব উপজেলা আওয়ামী লীগের সদস্য পদ দিয়েছেন।
নাইম সাহেব তার রাইস মিলের ড্রাইভার জুলগাও গ্রামের বিএনপি পরিবারের সদস্য আবু সুফিয়ানকে উপজেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক পদ দিয়েছেন।
নাইম সাহেব তার ভাতিজা শেরপুর শহরের ওয়েলডিং মিস্ত্রি মেহেদী হাসানকে উপজেলা আওয়ামী লীগের যুব বিষয়ক সম্পাদক পদ দিয়েছেন।
কান্দুলী মাঝাপাড়া গ্রামের বিএনপি পরিবারের সদস্য ইয়াহিয়া মিয়াকে যোগদান ছাড়াই নাইম সাহেব ওই ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদ দিয়েছেন।
