শোক থেকে শক্তি, শক্তি থেকে জাগরণ শীর্ষক সমাবেশ গাজীপুর মহানগর যুবলীগের

0
81
728×90 Banner

অলিদুর রহমান অলি:জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদৎ বাষির্কী ও জাতীয় শোক দিবস উপলক্ষ্যে বাংলাদেশ যুবলীগের চেয়ারম্যান ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মাইনুল হোসেন নিখিলের নিদের্শে গাজীপুর মহানগর যুবলীগ শোক থেকে শক্তি, শক্তি থেকে জাগরণ শীর্ষক সমাবেশ করেছে। বৃহস্পতিবার বিকেলে নগরীর চান্দনা চৌরাস্তায় এ সমাবেশ করেছে।
মহানগর যুবলীগের আহ্বায়ক কামরুল আহসান সরকার রাসেলের সভাপতিত্বে বক্তব্য রাখেন যুগ্ম আহ্বায়ক সুমন আহমেদ শান্ত বাবু, আলমগীর হোসেন, যুবলীগ নেতা আমান উদ্দিন সরকার, কাউয়ুম সরকার, আতিকুর রহমান খান রাহাত, তানভীর আহমেদ, নাহিদ মোড়ল, আব্দুল হালিম মন্ডল প্রমুখ। এ সমাবেশে যুবলীগসহ বিভিন্ন শ্রেনী পেশার কয়েক হাজার নেতাকর্মী অংশগ্রহন করেন।
মহানগর যুবলীগের আহ্বায়ক কামরুল আহসান সরকার রাসেল বলেন, শোক থেকে শক্তি, শক্তি থেকে জাগরণ । ৭৫ সালের ১৫ আগস্ট আমাদের জাতির পিতাসহ পরিবারের অনেককেই নির্মমভাবে হত্যা করেছে। বঙ্গবন্ধুকে হত্যা করে বাংলার মাটি থেকে তার নাম নিশানা মুছে দিতে চেয়েছিল। কিন্তু তারা তা আল্লাহর রহমতে পারেনি। বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখা হাসিনাকে আল্লাহ বাচিয়ে রাখেন। আর আজ তিনি বাংলার মানুষের ভাগ্য উন্নয়নে কাজ করে যাচ্ছেন। রাখে আল্লাহ মারে কে। শেখ হাসিনা যেনতেন ঘরের কন্যা নয় তিনি বঙ্গবন্ধুর কন্যা । বিএনপি জামায়াতের ষড়যন্ত্র কোন দিনই যুবলীগ বরদাসত করবেনা।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here