
ডেইলি গাজীপুর প্রতিবেদক: গাজীপুর জেলার শ্রীপুর এলাকা হতে গৃহবধু ধর্ষণ মামলার প্রধান আসামীকে গ্রেফতার করেছে র্যাব-১, গাজীপুর ক্যাম্প।
আজ ১৯ আগস্ট সকালে র্যাব-১, স্পেশালাইজড কোম্পানী পোড়াবাড়ী ক্যাম্প, গাজীপুরের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন যে, গাজীপুর জেলার শ্রীপুর থানার মামলা নং-৭৪ তারিখ ২৬/০৭/২০ ধারা-নারী শিশু নির্যাতন দমন আইন ২০০০ সালের (সংশোধনী-২০০৩) এর ৯(১) এর এজাহার নামীয় প্রধান পলাতক আসামী গাজীপুর জেলার শ্রীপুর থানার মাওনা চৌরাস্তা এলাকায় অবস্থান করিতেছে। উক্ত সংবাদের ভিত্তিতে অত্র কোম্পানীর কোম্পানী কমান্ডার আব্দুল্লাহ আল মামুন, (জি), বিএন এর নেতৃত্বে সঙ্গীয় ফোর্স সহ উক্ত এলাকায় অভিযান পরিচালনা করে। আভিযানিক দলটি গত ২৩/০৭/২০২০খ্রিঃ গাজীপুর জেলার শ্রীপুর থানার মুলাইদ এলাকার চাঞ্চল্য সৃষ্টিকারী গৃহবধু ধর্ষণ মামলার প্রধান পলাতক আসামী ১। মোঃ রিপন মিয়া(৪০), পিতা-মৃত জমশেদ আলী মিয়া, সাং-মুলাইদ, থানা-শ্রীপুর, জেলা-গাজীপুর’কে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামীকে জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গত ২৩/০৭/২০২০ খ্রিঃ রাত ০২.০০ ঘটিকার সময় ধৃত আসামী পূর্ব পরিকল্পিত ভাবে ভিকটিমের ঘরে প্রবেশ করে এবং ভিকটিমকে অস্ত্রের ভয় দেখিয়ে জোরপূর্বক একাধিক বার ধর্ষণ করে। এই ঘটনার প্রেক্ষিতে ভিকটিম বাদী হয়ে গাজীপুর শ্রীপুর থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন। উক্ত ঘটনার পর হতে আসামী পলাতক ছিল। উক্ত ধর্ষণ ঘটনা অত্র এলাকায় চাঞ্চল্য সৃষ্টি করেছিল এবং ব্যাপক ভাবে মিডিয়ায় প্রচার হয়েছিল। এই ধর্ষণ মামলার মূলহোতা র্যাবের হাতে গ্রেফতার হওয়ায় এলাকাবাসীর মধ্যে র্যাবের প্রতি আস্থা আরো বৃদ্ধি পেয়েছে। এছাড়াও উক্ত আসামী বিপুল পরিমান গাঁজাসহ একাধিক বার আইন-শৃঙ্খলা বাহিনীর হাতে আটক হয়েছিল বলে ধৃত আসামী স্বীকার করে। ধৃত আসামীকে থানায় হস্তান্তর করা হয়েছে।
