সাংবাদিক সোহেল রানার ওপর সন্ত্রাসীদের হামলায় ঢাকাস্থ গাজীপুর সাংবাদিক ফোরামের নিন্দা

0
245
728×90 Banner

ডেইলি গাজীপুর প্রতিবেদক: গাজীপুরে মাইটিভির শ্রীপুর প্রতিনিধি সোহেল রানা পেশাগত দায়িত্ব পালনকালে সন্ত্রাসীদের হামলায় গুরুতর আহত হওয়ার ঘটনায় তিব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ঢাকাস্থ গাজীপুর সাংবাদিক ফোরামের কার্যনির্বাহী কমিটি।
২৪ মার্চ রোববার রাত নয়টার পর গাজীপুরের শ্রীপুর (মাওনা চৌরাস্তা) এলাকায় গাজীপুর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জাহিদ আলম রবিনের বাসায় হামলার চালানো হয়। সে সময় ছবি তুলতে গেলে ছাত্রলীগ নেতা ফাহিম ও তার ক্যাডার বাহিনী হঠাৎ তার ওপর হামলা চালায়। এমনকি যে মোবাইল দিয়ে ছবি তোলা হচ্ছিল তাও ছিনিয়ে নেয়া হয়।
সাংবাদিকের ভাই আমানউল্লাহ জানান, তিনি খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গেলে সন্ত্রাসীরা তার উপরও চড়াও হয়। পরে স্থানীয় লোকজনের সহযোগিতায় সোহেলকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
ঢাকাস্থ গাজীপুর সাংবাদিক ফোরামের সভাপতি জি এম ফয়সাল আলম ও সেক্রেটারি রাশেদুল ইসলাম বিবৃতিতে বলেন, পেশাগত দায়িত্ব পালনকালে এ ধরনের সন্ত্রাসী হামলা খুবই নিন্দনীয় ও উদ্বেগজনক। এটা স্বাধীন সাংবাদিকতার পরিপন্থী। নেতৃবৃন্দ হামলার ঘটনায় জড়িত সন্ত্রাসীদের দ্রুত আইনের আওতায় এনে শাস্তি নিশ্চিত করতে প্রশাসনের প্রতি দাবি জানান।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here