

অলিদুর রহমান অলি: গাজীপুরে টঙ্গীর সিরাজ উদ্দিন সরকার বিদ্যানিকেতন এন্ড কলেজ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস মহান একুশে ফেব্রুয়ারি পালন। এ উপলক্ষে প্রভাত ফেরী, আলোচনা সভা, চিত্রাংকন প্রতিযোগিতা, পুরুষ্কার বিতরণ, শহীদ বেদীতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন ও সাংস্কৃতিক অনুষ্ঠান আজ বুধবার বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে।
সিরাজ উদ্দিন সরকার বিদ্যানিকেতন এন্ড কলেজ অধ্যক্ষ মোঃ ওয়াদুদুর রহমানের সভাপতিত্বে এবং সিনিয়র শিক্ষক মোঃ সুরুজ্জামান সরকারের পরিচালনায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথি গাজীপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি, গাজীপুর উন্নয়ন কতৃপক্ষের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এডঃ মোঃ আজমত উল্লা খান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাবেক সহ সভাপতি আলহাজ্ব মোঃ ওসমান আলী। সিরাজ উদ্দিন সরকার বিদ্যানিকেতন এন্ড কলেজ দিবা শাখার সহকারী প্রধান মোঃ মজিবুর রহমান, প্রভাতী শাখার সহকারী প্রধান আব্বাস আলী, ভোকেশনাল ইনচার্জ হাবিবুর রহমান, সিনিয়র শিক্ষক আলতাফ হোসেন, কলেজ সমন্বয় কারী প্রভাষক মনজুরুল হক, মোহাম্মদ শাহীন, জান্নাতুল ফেরদৌস,খাদিজা আক্তার তামান্না, সিনিয়র শিক্ষক রতন কুমার ঘোষ প্রমুখ। আলোচনা সভা শেষে শহীদ বেদীতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন ও শহীদদের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
