সুন্নাহ পালনের কোনো বিকল্প নেই : ধর্ম উপদেষ্টা

0
26
728×90 Banner

এস, এম, মনির হোসেন জীবন : ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেন, মহানবী হযরত মুহম্মদ (সা.)- এর সুন্নাহ পালনের কোনো বিকল্প নেই।
তিনি বলেন, আমাদের ব্যক্তিগত, সামাজিক ও রাষ্ট্রীয় জীবনে সুন্নাহ মোতাবেক জীবন পরিচালনা করা অতি গুরুত্বপূর্ণ।
আজ রবিবার সকালে রাজধানী ঢাকার সাভারের বিরুলিয়ায় বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ড্যাফোডিল স্মার্ট সিটিতে প্রধান অতিথি হিসেবে এ সুন্নহ সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন এসব কথা বলেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকায় নিযুক্ত ফিলিস্তিন এম্বাসেীর ডেপুটি হেড জিয়াদ হামাদ, কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ, ইসলামী আরবী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ শামছুল আলম ও ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. এম লূৎফর রহমান ও উপ-উপাচার্য প্রফেসর ড. এস এম মাহাবুব-উল-হক মজুমদার।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সুন্নাহ সম্মেলনের অর্গানাইজিং কমিটির চেয়ারম্যান ড. মোহাম্মদ মনজুরে এলাহী। অনুষ্ঠানে বক্তব্য রাখেন ড্যাফোডিল ইসলামিক সেন্টারের উপ-পরিচালক মোঃ ছফিউল্ল্যাহ ও আয়োজক কমিটির সদস্য মোহাম্মদ মোস্তফা আামির ফয়সল।
ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ড্যাফোডিল ইসলামিক সেন্টার ও কুল্লিয়াতুল কুরআনিলকারীম ওয়াদ দিরসাতিল ইসলামিয়াহর যৌথ উদ্যোগে আজ রোববার থেকে দুই দিনব্যাপী ব্যাপী সুন্নাহ কনফারেন্স বাংলাদেশ ২০২৪’ শুরু হয়েছে।
সম্মেলন আয়োজক কমিটি সূত্রে জানা গেছে, এই কনফারেন্সে ৪০ টি গবেষনা পত্র উপস্থাপন করা হচ্ছে। এছাড়া সুন্নাহ ও আধুনিক বিজ্ঞান সেশন নিচ্ছেন দেশ ও দেশের বাহিরে অনেক গবেষক। দেশ এবং দেশের বাহিরে থেকেও অনেক গবেষক এখানে অংশগ্রহন করছে। এই সম্মেলনের মূল বিষয়গুলোর মধ্যে আছে-ওহী ও ইসলামী শরীয়তের উৎস হিসাবে আস-সুন্নাহ কুরআন ও সুন্নাহর মধ্যে পারস্পরিক সম্পর্ক, সুন্নাহর প্রামাণিকতার বিভিন্ন দিক, সুন্নাহ অস্বীকারকারীদের সংশয়সমূহ ও তার জবাব, সুন্নাহ ও আধুনিক বিজ্ঞান মুসলিম জীবনে আল-কুরআন ও আস-সুন্নাহর প্রয়োাজন ও গুরুত্ব তুলে ধরা এই সম্মেলনের লক্ষ্য ও উদ্দেশ্যগুলোর মধ্যে একটি। এছাড়াও আল-কুরআন ও আস-সুন্নাহর খেদমতে বিভিন্ন যুগে মুসলিম স্কলারদের অবদান তুলে ধরা শরীয়তের উৎস ও ওহী হিসাবে সুন্নাহর কর্তৃত্ব প্রতিষ্ঠিত করা, কুরআন ও সুন্নাহর মধ্যকার সম্পর্ক তুলে ধরা, সুন্নাহর বিরুদ্ধে যে সকল ভ্রান্তি ও সংশয় ছড়ানো হচ্ছে সেগুলোর ওপর বিশ্লেষণাত্মক আলোচনা ও গবেষণামূলক উত্তর প্রদান করাও এই সম্মেলনের লক্ষ্য।
জানা গেছে, ইমাম বুখারী ট্রাস্ট, বাংলাদেশের স্বনামধন্য উলামায়ে কেরাম ও বিশিষ্ট শিক্ষাবিদদের সমন্বয়ে গঠিত একটি প্রতিষ্ঠান যা শিক্ষা, ইসলামী দাওয়াহ ও সমাজ উন্নয়নমূলক নানামূখী র্কমসূচি বাস্তবায়ন করে চলে। কুল্লিইয়াতুল কুরআনিল কারীম ওয়াদ-দারিসাতিল ইসলামিয়্যাহ, বিশুদ্ধ ধারার একটি উচ্চতর ইসলামী শিক্ষা, গবেষণা ও দাওয়াহ প্রতিষ্ঠান। উচ্চ মাধ্যমিক, ব্যাচলের ও মার্স্টাস পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠান হিসাবে গণ্য হবে। বর্তমানে ঢাকার উত্তরায় এর অস্থায়ী ক্যাম্পাস অবস্থতি। সেখানে আরবী ভাষা ও সানাবিয়্যাহ পর্যায়ের ক্লাস ২০২২ সাল থেকে শুরু হয়েছে।
সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষক, শিক্ষিকাবৃন্দ, কর্মকর্তা বৃন্দ, জনসংযোগ কর্মকর্তা মোঃ আনোয়ার হাবিব কাজল ও শিক্ষার্থীসহ অন্যান্য অতিথি বর্গরা উপস্থিত ছিলেন।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here