হেলমেট বিহীন মোটরসাইকেল চালক ও আরোহীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে

0
22
728×90 Banner

ডেইলি গাজীপুর প্রতিবেদক : নিরাপদ সড়ক চাই মতলব উত্তর উপজেলা শাখার উদ্যোগে গত ১৪ অক্টোবর,সোমবার বিকালে সুজাতপুর বনিক সমিতির কার্যালয়ে পথচারী, যাত্রীসাধারণ, চালক ও সুজাতপুরপুর বাজার বনিক সমিতির সদস্যদের সাথে যানজট নিরসনকল্পে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
নিসচা মতলব উত্তর উপজেলা শাখার সভাপতি মো: রশিদ আলম প্রধানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মতলব উত্তর থানার নবযোগদানকৃত অফিসার ইনচার্জ মো: রবিউল হক, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মতলব উত্তর থানার এসআই এ কে এম ইউনুছ, সুজাতপুর বাজার কেন্দ্রীয় মসজিদের সভাপতি মো: বাতেন মজুমদার, সুজাতপুর বাজার বনিক সমিতির সভাপতি মো: রোকন উদ্দিন মুন্সী, মূল প্রবন্ধ উপস্থাপন করেন নিসচা মতলব উত্তর উপজেলা শাখার সাধারণ সম্পাদক মোহাম্মদ মামুনূর রশিদ, স্বাগত বক্তব্য রাখেন সাংগঠনিক সম্পাদক মো: কাউছার আলম, অনুষ্ঠান সঞ্চালনা নিসচার শাখার সহ- সাধারণ সম্পাদক করেন মো: সজীব হোসেন পাটোয়ারী।
এসময় আরো উপস্থিত ছিলেন সুজাতপুর বাজার বনিক সমিতির সহ- সাধারণ সম্পাদক মো: মোস্তফা প্রধান, সহ – সাধারন সম্পাদক মো: ইলিয়াস পাটোয়ারী, সহ-কোষাধ্যক্ষ মো: মিজানুর রহমান। নিসচা শাখার
তথ্য ও দূর্ঘটনা বিষয়ক সম্পাদক মো: জহিরুল ইসলাম,কার্যকরী সদস্য মো: ফকর উদ্দিন, আব্দুল কাদের সরদার, ওবায়েদ উল্লাহ, মাসুদ রানা, মো: হেলাল সরকার, মো: ইব্রাহীম, রিদওয়ানুল সিরাজ সোহান, শাহাবুদ্দীনসহ পথচারী, যাত্রী, বিভিন্ন যানবাহনের চালকবৃন্দ। সভার শুরুতে পবিত্র কোরআন হতে তেলোয়াত করেন সুজাতপুর বাজার কেন্দ্রীয় মসজিদের ইমাম মো: রবিউল ইসলাম।
ওসি মো: রবিউল হক তার বক্তব্য বলেন, অতি দ্রুত হেলমেট বিহীন মোটরসাইকেল চালক ও অারোহীর বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। আমি বিভিন্ন বাজারে যানজট নিরসনে পরিকল্পনা গ্রহন করেছি। যানজট নিরসনসহ সড়ক দুর্ঘটনারোধে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করবো। নিরাপদ সড়ক চাই মতলব উত্তর উপজেলা শাখার সদস্য ও চালকসহ সকল শ্রেণি পেশার মানুষের সহযোগিতা কামনা করছি। আপনাদের সকলের সহযোগিতা পেলে মতলব উত্তর থানাকে একটি রোল মডেল থানায় রুপান্তর করবো। নিসচার যেকোন ভাল কাজে আমাকে সর্বাত্মক পাশে পাবেন।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here