১৪ থেকে ১৬ ফেব্রুয়ারি সাদপন্থীদের বিশ্ব ইজতেমা

0
24
728×90 Banner

ডেইলি গাজীপুর প্রতিবেদক: রোববার শূরায়ী নেজামের বিশ্ব ইজতেমার প্রথম পবের্র দ্বিতীয় ধাপের আখেরি মোনাজাত। দুপুর ১২টা থেকে সাড়ে ১২টার মধ্যে আখেরি মোনাজাত অনুষ্ঠিত হবে। তাবলিগ জামাত বাংলাদেশের শীর্ষ মুরব্বি, কাকরাইল জামে মসজিদের পেশ ইমাম ও খতিব মাওলানা জুবায়ের আহমেদ আখেরি মোনাজাত পরিচালনা করবেন।
আখেরি মোনাজাত উপলক্ষে গণপরিবহন চলাচল স্বাভাবিক রাখা হবে বলে জানিয়েছেন জিএমপি কমিশনার ড. নাজমুল করিম খান। মঙ্গলবার বিশ্ব ইজতেমা ময়দানে গাজীপুর মহানগর পুলিশের নিয়ন্ত্রণ কক্ষে সাংবাদিকদের এ কথা জানান তিনি।
তিনি বলেন, ‘ইজতেমার প্রথম পর্বে আখেরি মোনাজাতের আগের মধ্যরাত থেকে গণপরিবহন বন্ধ রাখা হয়। এবার আমরা গণপরিবহন চলাচল স্বাভাবিক রাখার চেষ্টা করব। আমি মুসল্লীদের বলব আপনারা অনুগ্রহ করে মোনাজাতের সময় রাস্তায় বসবেন না। ইজতেমা মাঠে অনেক খালি জায়গা থাকে আপনারা একটু সময় নিয়ে মাঠে এসে মোনাজাতে অংশ নিলে রাস্তায় যানজট কম হবে। এসময় তিনি এবারের ইজতেমায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আয়োজকদের সন্তুষ্টি প্রকাশের কথা জানান।তিনি আরো জানান,প্রথম ধাপের মতোই দ্বিতীয় ধাপের আখেরি মোনাজাতেও কোনো ঝুঁকি নেই।আমাদের আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর প্রস্তুুতি আগের মতোই আছে।
সিসি ক্যামেরা ও বাইনোকোলার দিয়ে মানুষের গতিবিধি পর্যবেক্ষণ করা হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, ‘ড্রোন ব্যবহারে বিধিনিষেধ আরোপ করা হয়েছে। ইজতেমা ময়দানের দুই কিমির মধ্যে অনুমতি ছাড়া কেউ ড্রোন উড়াতে পারবেন না।’
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে কমিশনার বলেন, ৬ ফেব্রæয়ারি সন্ধ্যার মধ্যে শুরায়ি নেজাম প্রশাসনের নিকট ময়দান হস্তান্তর করবে।।৮ তারিখ সাদপন্থীদের ময়দান বুঝিয়ে দেওয়া হবে। আশা করছি ১৪ থেকে ১৬ ফেব্রুয়ারি সাদপন্থীরা বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব করবেন।
এ সময় শুরায়ি নেজামের শীর্ষ মুরুব্বী প্রকৌশলী মাহফুজ হান্নান বলেন, সাদপন্থীরা ইজতেমার আগে ময়দান বুঝিয়ে নেওয়ার সময় যেসব জিনিস সরালে ক্ষতি হবে সেসব জিনিস সরানো হবে না।
এ সময় পুলিশ কমিশনারের সঙ্গে জিএমপির অতিরিক্ত কমিশনার মো. জাহিদুল হাসান, মো. তাহেরুল হক চৌহান, জিএমপির অপরাধ দক্ষিণ বিভাগের উপ-কমিশনার এন এম নাসিরুদ্দিন, ট্রাফিক বিভাগের উপ কমিশনার ইব্রাহিম খান, জিএমপির গোয়েন্দা শাখার উপকমিশনার মহিউল ইসলাম, সিটিএসবির উপকমিশনার আলমগীর হোসেনসহ শুরায়ি নেজামের মিডিয়া সমন্বয়কারী হাবিবুল্লাহ রায়হান উপস্থিত ছিলেন।
আগামী বছর থেকে টঙ্গীতে ইজতেমা আয়োজন করতে পারবে না- এমন শর্ত আরোপ করে আগামী ১৪-১৬ ফেব্রুয়ারি ইজতেমার দ্বিতীয় পর্বের অনুমতি দেওয়া হয়েছে মাওলানা সা’দ অনুসারীদের। মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের রাজনৈতিক শাখা-৬ থেকে জারি করা এক প্রজ্ঞাপন এ সিদ্ধান্ত জানানো হয়। প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, আগামী ২০ ফেব্রুয়ারি থেকে শুরায়ে নেজামের কাছে ইজতেমা ময়দান হস্তান্তর করা হবে। তবে এর আগে গত ২৭ জানুয়ারি তারিখেও এমন সিদ্ধান্ত জানিয়ে সা’দ অনুসারীদের চিঠি দেয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়। ওই সময় সা’দ অনুসারীরাও এমন সিদ্ধান্ত না মেনে পালটা চিঠি দেয় মন্ত্রণালয়ে।
তবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এমন প্রজ্ঞাপনের এখনই কোনো প্রতিক্রিয়া জানাবে না সা‘দ অনুসারীরা।বিষয়টি জানিয়ে সা‘দ অনুসারীদের মিডিয়া সমন্বয়ক মোহাম্মদ সায়েম বলেন, ‘আমরা চলতি বছরের ইজতেমা আয়োজন নিয়ে ব্যস্ত।আমরা এখনই কোনো প্রতিক্রিয়া জানাবো না। এক বছর সময় আছে, আমরা এ সময়ের মধ্যে সরকারের সাথে আলোচনা করব।
পাকিস্তান থেকে আগত মাওলানা উবায়দুল্লাহ খুরশিদের বয়ানের মাধ্যমে ইজতেমার দ্বিতীয় পর্বের দ্বিতীয় দিনের কার্যক্রম শুরু হয়। এরপর ৯. ৪৫ মিনিটে তালিমের মোজাকারা করেন ভারতের মাওলানা জামাল। একই সময়ে ওলামায়ে কেরামের সাথে কথা বলেন (বয়ানের মিম্বারের সামনে) ভারতের মাওলানা ইব্রাহীম দেওলা। অন্যদিকে মাদ্রাসার ত্বলাবাদের সাথে কথা বলেন (নামাজের মিম্বারের সামনে) পাকিস্তানের মাওলানা ফরীদ। তারপর বাদ জোহর বয়ান করেন ভারতের মাওলানা ইসমাঈল গোদারা। তার বয়ানের পর বাদ আছর বয়ান করেন ভারতের মাওলানা জুহাইরুল হাসান। বয়ান শেষে থাকছে ইজতেমার দ্বিতীয় পর্বের দ্বিতীয় দিনের বিশেষ আয়োজন যৌতুক বিহীন বিয়ে। বাদ মাগরিব ভারতের মাওলানা ইব্রাহিম দেওলার বয়ান করার কথা রয়েছে।
তাবলিগ জামাতের শীর্ষ মুরুব্বিদের তাৎপর্যপূর্ণ বয়ান ও মুসল্লিদের নফল নামাজ, তাসবিহ-তাহলিল, জিকির আসগারের মধ্যদিয়ে মঙ্গলবার বিশ্ব ইজতেমার দ্বিতীয়পর্বের দ্বিতীয় দিন অতিবাহিত হয়েছে। তাবলিগের ৬ উসূলের ওপর গুরুত্বুুপূর্ন বয়ান করেন বিভিন্ন শীর্ষ মুরব্বিরা । তাদের বয়ান বিভিন্ন ভাষায় অনুবাদ করা হচ্ছে।
শীর্ষ মুরব্বিদের বয়ান চলাকালে ইজতেমা ময়দান জুড়ে নিস্তব্দ নীরবতা নেমে আসে। সকালের শীত উপেক্ষা করে মুসল্লিদেরকে গভীর মনোযোগ সহকারে মুরব্বিদের বয়ান শুনতে দেখা গেছে।
আখেরি মোনাজাতে অংশ নিতে বিশেষ ট্রেন: মোনাজাতে অংশগ্রহণকারী ও ইজতেমা শেষে বাড়ি ফেরা মুসল্লিদের যাতায়াত সুবিধার জন্য ১১টি বিশেষ ট্রেনের ব্যবস্থা করেছে রেলওয়ে বিভাগ। এছাড়াও আখেরি মোনাজাত উপলক্ষে ভোর থেকে মোনাজাত শেষ না পর্যন্ত টঙ্গীর ইজতেমা ময়দানের আশেপাশের মহাসড়কে যান চলাচল নিয়ন্ত্রিত থাকবে। বনলতা, কক্সবাজার এক্সপ্রেস, সুবর্ণলতা, পর্যটক এক্সপ্রেস ও সোনার বাংলা এই পাঁচটি বিশেষ ট্রেন ব্যতীত টঙ্গি স্টেশনে সকল ট্রেনের যাত্রাবিরতি রাখা হয়েছে।
মৃত্যু: টঙ্গীর বিশ্ব ইজতেমায় যোগ দিতে এসে তাবলীগ জামাতের আরো এক মুসল্লী মঙ্গলবার ভোরে ইন্তেকাল করেছেন। তার নাম আমির হোসেন (৬৫)। গোপালগঞ্জ জেলার মোকসেদপুরে তার বাড়ি। মঙ্গলবার বাদ ফজর ইজতেমা ময়দানে আমির হোসেনের জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। শুরায়ে নেজামের মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান এ তথ্য নিশ্চিত করেছেন।এনিয়ে শুরায়ে নেজামের দুধাপের বিশ্ব ইজতেমায় মৃত্যু সংখ্যা দাড়াল ৯ জনে। এঁরা সবাই হৃদরোগে আক্রান্ত হয়ে এবং বার্ধক্যজনিত কারনে মারা গেছেন।
এর আগে ইজতেমায় যোগ দেয়া যে ৮ মুসল্লী মৃত্যুবরণ করেছেন তারা হলেন, নরসিংদীর মাধবদীর রংপুর গ্রামের ইমাম উদ্দিনের ছেলে সাইফুল ইসলাম (৪৮), ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া থানার মসজিদপাড় গ্রামের চাঁন মিয়ার ছেলে ওয়াহিদ (৫০), ভোলার চরফ্যাশনের হাজী আব্দুল গফুর (৭৫), হবিগঞ্জ জেলা সদরের রমিজ উদ্দিন (৫৫), একই জেলার বাহুবল থানার ইয়াকুব আলী (৬০), খুলনা জেলার ডুমুরিয়া থানার আব্দুল কুদ্দুস গাজী (৬০), ঠাকুরগাঁও জেলার আমিরুল ইসলাম (৪৬) ও শেরপুর জেলার শ্রীবরদী থানার সাবেদ আলী (৭০)।
বুধবার আখেরি মোনাজাতে মধ্যদিয়ে শূরায়ি নেজামের বিশ্ব ইজতেমার দ্বিতীয়পর্ব শেষ হবে। মাঝে ৮ দিন বিরতি দিয়ে ১৪ ফেব্রুয়ারি শুরু হবে মাওলানা সাদ কান্ধলভী অনুসারিদের ইজতেমা।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here