১৫ আগস্ট ও ২১ আগস্টের হত্যাকান্ড একই সূত্রে গাঁথাঃ আহমদ হোসেন

0
181
728×90 Banner

ডেইলি গাজীপুর প্রতিবেদক:আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন বলেছেন ১৫ আগষ্ট ও ২১ আগস্টের হত্যাকান্ড একই সূত্রে গাঁথা। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে হত্যা করে ৭৫ এর হত্যাকান্ডের পরিপূর্ণতা লাভের অপচেষ্টা চালিয়েছিল বঙ্গবন্ধু হত্যাকান্ডের খলনায়ক জিয়াপুত্র তারেক রহমান।
আজ ২০ আগস্ট বৃহস্পতিবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে ভয়াল ২১ আগস্টে গ্রেনেড হামলায় জড়িতদের বিচারের রায় দ্রুত বাস্তবায়নের দাবিতে আয়োজিত এক মানববন্ধন কর্মসূচীতে প্রধান অতিথিরি বক্তব্যে তিনি এ কথা বলেন।
বিচারহীনতার সংস্কৃতি ও হত্যার রাজনীতি চিরতরে বন্ধ করতে বিদেশে পলাতক তারেক রহমান ও হারিস চৌধুরিকে দেশে ফিরিয়ে এনে ২১ আগস্ট গ্রেনেড হামলায় জড়িতদের বিচারের রায় দ্রুত কার্যকরের আহবান জানান আহমদ হোসেন।
বঙ্গবন্ধু একাডেমী আয়োজিত এই মানববন্ধনে আওয়ামী লীগ নেতা নিয়াজ মো: খান, ব্যারিষ্টার জাকির আহমেদ, সাংবাদিক ও সাবেক ছাত্রনেতা মানিক লাল ঘোষ, অ্যাডভোকেট আসাদুজ্জামান দুর্জয়, সংগঠনের সাধারন সম্পাদক হুমায়ুন কবীর মিজিসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here