২০২৫ সালের মধ্যে চালকবিহীন গাড়ি প্রযুক্তি নিয়ে আসার চেষ্টা হুয়াওয়ে

0
154
728×90 Banner

ডেইলি গাজীপুর ( সংবাদ বিজ্ঞপ্তি ) : আগামী ২০২৫ সালের মধ্যে চালকবিহীন গাড়ি প্রযুক্তি নিয়ে আসার চেষ্টা চালাচ্ছে হুয়াওয়ে। সম্প্রতি এক ইন্ডাস্ট্রি কনফারেন্সে ওয়াং জুন নামে কোম্পানিটির এক জ্যেষ্ঠ নির্বাহী বলেন, “আমাদের টিমের লক্ষ্য হচ্ছে ২০২৫ সালের মধ্যে সত্যিকারের চালকবিহীন গাড়ি নিয়ে আসা।“
সিলিকনভ্যালির প্রযুক্তি জায়ান্টগুলোর সঙ্গে টেক্কা দিয়ে চালকবিহীন গাড়ি প্রযুক্তিতে মনোযোগ দিয়েছে চীনা প্রযুক্তি কোম্পানিগুলো। চীনের সার্চ ইঞ্জিন লিডার বাইদু থেকে শুরু করে হুয়াওয়ে এতে মনোযোগ বাড়িয়েছে। ভবিষ্যতের পরিবহন খাতে এ প্রযুক্তি বৈপ্লবিক পরিবর্তন নিয়ে আসবে বলে মনে করছেন এ খাতসংশ্লিষ্টরা।
Source: https://www.reuters.com/business/autos-transportation/chinas-huawei-aims-reach-driverless-car-technology-2025-2021-06-11/

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here